বড়বাজারের কলুটোলার এক বহুতলে বিধ্বংসী আগুন, উপস্থিত দমকলের ৫ টি ইঞ্জিন

 

  • বড়বাজারের কলুটোলার হরিণবাড়ি এলাকায় বহুতলে আগুন  
  • ধোঁয়া দেখতে পেয়ে দমকলে খবর দেয় স্থানীয়রা  
  • এদিকে পুলিশ এসে এলাকা থেকে সকলকে সরিয়ে দেয়   
  • ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ৫ টি ইঞ্জিন 

Ritam Talukder | Published : Jun 12, 2020 11:35 AM IST

বড়বাজারের কলুটোলার হরিণবাড়ি এলাকায় একটি বহুতলে আগুন লাগে।  আগুনের ধোঁয়া দেখতে পেয়ে দমকলে খবর দেয় স্থানীয়রা। এদিকে পুলিশ এসে এলাকা থেকে সকলকে সরিয়ে দেয় । আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। 

আরও পড়ুন, ফি বৃদ্ধির প্রতিবাদে পথ অবরোধ, বিক্ষোভ একাধিক স্কুলের অভিভাবকদের


শুক্রবার বড়বাজারের কলুটোয়ায় কাগজের গুদামে বিধ্বংসী আগুন লাগে। ঘিঞ্ঝি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। বৃষ্টি হওয়ার কারণে আগুন নেভাতে একটু বেগ পেতে হয়। রাস্তা সরু থাকায় ইঞ্জিন ঢুকতেও সমস্যা হয়। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়াতে থাকে। পুরনো বাড়ি হওয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই বাড়ির একদিকের দেওয়াল ধসে রাস্তায় পড়েছে। দমকল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

আরও পড়ুন, করোনা নেগেটিভ হলেও থাবা বসাল ডেঙ্গু, কলকাতায় আক্রান্ত ১৩ বছরের কিশোর সহ এক প্রৌঢ়


অপরদিকে, এই ঘটনায় হতাহাতের কোনও খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি । ঠিক কীভাবে আগুন লাগল তা এখনই বলতে পারছে না দমকল। তাদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিটের জেরেই আগুন লেগেছে ।

 আরও পড়ুন, বাংলাদেশ থেকে কলকাতায় এসে করোনা আক্রান্ত ৬মাসের শিশু, দালালের খপ্পরে পড়ে সর্বশান্ত পরিবার

 

 

করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

 পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি

Share this article
click me!