'স্কুল বন্ধ-তবে কেন টাকা দেবো', গর্জে উঠলেন সল্টলেকের শিক্ষা নিকেতনের অভিভাবকরা

  • সল্টলেকের শিক্ষা নিকেতন স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের
  •  গেট খোলার দাবিতে ধাক্কাধাক্কি চালায় উত্তেজিত অভিভাবকরা 
  • তাঁদের দাবি, টিউশন ফি ছাড়া কোনও প্রকার বাড়তি ফি দেবে না  
  •  স্কুল বন্ধ থাকলেও ফি চেয়ে পাঠানোয় ক্ষোভ উগরে দেন অভিভাবকরা 

Ritam Talukder | Published : Jul 3, 2020 9:26 AM IST / Updated: Jul 03 2020, 03:00 PM IST

  দীর্ঘ লকডাউনে অনেকেই আর্থিক অনটনে পড়েছেন। এদিকে শহরের নামীদামি বেসরকারি স্কুলগুলির মোটা টাকা ফি দিতে গিয়ে হিমসিম খাচ্ছে প্রত্য়েকেই। তাই ফি নিয়ে  অভিভাবকদের বিক্ষোভ দেখা গিয়েছে। এখনও  অনেক স্কুলে চলছে লাগাতার বিক্ষোভ। এবার ফি নিয়ে বিক্ষোভ দেখাল শহরের আরও এক নামজাদা স্কুল। টিউশন ফি ছাড়া অন্য কোনও ফি দেবেন না দাবি নিয়ে সল্টলেকের সেক্টর ফাইভের শিক্ষা নিকেতন স্কুলের অভিভাবকদের  বিক্ষোভ। বিক্ষোভ এতটাই বড় আকার ধারণ করে শেষ অবধি, বন্ধ গেট খোলার দাবিতে ধাক্কাধাক্কি পর্যন্ত শুরু হয়ে যায়।

আরও পড়ুন, বাতিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা, জানুন কীভাবে মিলবে নম্বর

সূত্রের খবর, সল্টলেকের সেক্টর ফাইভের শিক্ষা নিকেতন স্কুলের অভিভাবকদের অভিযোগ, লকডাউনের কারণে স্কুল বন্ধ। বন্ধ থাকা সত্ত্বেও স্কুল গুলি সব ফি নিচ্ছে। অভিভাবকদের দাবি, স্কুল বন্ধ সেই কারণে স্কুলের সব পরিষেবা বন্ধ। তবে কেন তাঁরা তার টাকা দেবে। শুধু মাত্র টিউশন ফি দিতে তারা রাজি। বাকি ফি না দেওয়ার দাবিতে অভিভাবকরা বিক্ষোভ দেখতে শুরু করে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনও কর্ণপাত করেনি বলে অভিযোগ। সেই কারণে শুক্রবার ফের বিক্ষোভ দেখায়। গেট বন্ধ থাকায় গেট খোলার দাবিতে গেট ধরে ধাক্কাধাক্কি করতে থাকে। পরে গেট খুললেও কোনও কতৃপক্ষের দেখা পাওয়া যায়নি। তাই ক্রমাগত অভিভাবকরা বিক্ষোভ দেখাতে থাকে।

আরও পড়ুন, ফের করোনার সংক্রমণ নবান্নে , করোনা পজিটিভ এক আইএএস অফিসার

প্রসঙ্গত, করোনা আবহে রাজ্য তথা দেশজুড়ে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সবাই যাচ্ছে। আর এই পরিস্থিতিতে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। অনেকে বেতনের অধিকাংশ কমে গিয়েছে। আর এই পরিস্থিতিতে যদি স্কুল কর্তৃপক্ষ অতিরিক্ত মাত্রায় ফি বাড়ায় তা অভিবাবকদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে  ইতিমধ্য়েই ফি বৃদ্ধি সহ একাধিক অভিযোগ নিয়ে প্রতিবাদের পথে নেমেছে- দমদম সেন্ট মেরি এন্ড ডে স্কুল,  একে ঘোষ মেমোরিয়াল, নারায়নপুর সেন্ট জোন্স স্কুল, জিডি বিড়লা, তারাতলা নেচার পার্কের বিড়লা ভারতী স্কুল, দিল্লি পাবলিক স্কুল,অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল, হরিয়ানা বিদ্যামন্দির, অশোক হাই সেকেন্ডারি স্কুল,  ক্যালকাটা পাবলিক স্কুল, বউবাজারের সেন্ট মাইকেল স্কুল,অ্যাসোসিয়েশন স্কুলের অভিভাবকরাও।  

 

 

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

 করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক সেনা কর্তার, ফোর্ট উইলিয়ামের শোকের ছায়া

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

 কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Share this article
click me!