একবার নয়, ২ বার করোনায় আক্রান্ত হলেন মেডিক্যাল কলেজের সহকারি সুপার

  •  ব্য়াতিক্রমি ঘটনায় ফের শিরোনামে কলকাতা মেডিক্য়ালে 
  •  দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হলেন এক সহকারি সুপার 
  • তাঁকে বাড়িতেই আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে  
  • গোটা বিষয়টি সল্টলেকে স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে 

Ritam Talukder | Published : Aug 5, 2020 11:53 AM IST


ফের শিরোনামে কলকাতা মেডিক্য়ালে। তবে এবার কোনও অভিযোগে অভিযুক্ত নয় বরং ঘটেছে চাঞ্চল্যকর এবং ব্য়াতিক্রমি ঘটনা। দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হলেন  মেডিক্যাল কলেজের এক সহকারি সুপার। 

আরও পড়ুন, লকডাউনে কান ধরে উঠবস, অকারণে বাইরে বেরোনোর শাস্তি দিল বিধাননগর পুলিশ

হাসপাতাল সূত্রে খবর, রিপন স্ট্রিটের বাসিন্দা ওই সহকারী সুপার এবং আরও এক সুপার, দুজনেই বেশ কয়েকদিন আগে করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হন। তবে চিকিৎসার পর সাত দিন নতুন করে কোনও উপসর্গ না থাকায় তাঁদের ৭দিন পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এরপর তাঁদের বাড়িতেই আইসোলেশন বা নিভৃতাবাসে থাকার পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে তিনি আরও একবার করোনা পরীক্ষা করে দেখেন যে রিপোর্ট নেগেটিভ। এরপর সেই সহকারী সুপার হাসপাতালে এসে কাজে যোগ দেন। ৭ দিন কাজ করার পর তাঁর হঠাৎ করেই ডায়রিয়া, কাশি শুরু হয়। আবারও তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসে করোনা পরীক্ষা করলে দেখা যায় তার রিপোর্ট পজিটিভ। তবে এবার করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়ার পর তার কোনওরকম উপসর্গ না থাকায় বাড়িতেই আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন, রাজ্যকে সেরা করার লক্ষ্যে বঙ্গেই থাকতে চান ইউপিএসসি-র সফল এই দুই কলকাতাবাসী

অপরদিকে মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও একজন সহকারী সুপার করোনা আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে, দ্বিতীয় বার করোনা আক্রান্ত হওয়ার ঘটনা ব্যতিক্রমী হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকরা সেটি খতিয়ে দেখবেন। এই সহকারী সুপার এখন সুস্থই আছেন।গোটা বিষয়টি সল্টলেকে স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে।
 

 

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

Share this article
click me!