ফের করোনার সংক্রমণ নবান্নে , করোনা পজিটিভ এক আইএএস অফিসার

Published : Jul 03, 2020, 11:00 AM IST
ফের করোনার সংক্রমণ নবান্নে ,  করোনা পজিটিভ এক আইএএস অফিসার

সংক্ষিপ্ত

কোভিডে আক্রান্ত রাজ্যের ভূমি দফতরের যুগ্ম সচিব শামা পারভিন   রাজ্যে এই প্রথম কোনও আইএএস অফিসার করোনা পজিটিভ  প্রাথমিক চিকিৎসায় জ্বর না কমায় শামা পারভিনের কোভিড-১৯ টেস্ট হয়    শামা পারভিনের সংস্পর্শে  সবাইকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে 

কোভিডে আক্রান্ত রাজ্যের ভূমি দফতরের যুগ্ম সচিব শামা পারভিন। রাজ্যে এই প্রথম কোনও আইএএস অফিসার করোনা পজিটিভ। প্রাথমিক চিকিৎসায় জ্বর না কমার পর   শামা পারভিনের কোভিড-১৯ টেস্ট হয়। এরপরেই রিপোর্টে করোনা পজিটিভ আসে। 

আরও পড়ুন, বাতিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা, জানুন কীভাবে মিলবে নম্বর

জানা গিয়েছে, বেশ কয়েক মাস মাতৃত্বকালীন ছুটিতে থাকার পর শুক্রবার তিনি প্রথম নবান্নে আসেন। সেদিন শামা পারভিন তার দফতরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন । শুক্রবার নবান্ন থেকে বাড়ি ফিরে যাওয়ার পর শনিবার তার জ্বর আসে । প্রাথমিক চিকিৎসায় জ্বর না কমার পর সোমবার শামা পারভিনের কোভিড-১৯ টেস্ট হয় ।  রিপোর্টে করোনা পজিটিভ আসে।এই খবর নবান্নে আসতেই গোটা ভূমি দফতরের ৬০৮ নং ঘরটিকে পুরো স্যানেটাইজ করা হয় । সেইসঙ্গে দফতরের যুগ্ম সচিব শামা পারভিনের কেবিন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।   শুক্রবার শামা পারভিনের সঙ্গে যাঁরা বৈঠক বা দেখা করেছিলেন তাঁদের প্রত্য়েককে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
 

আরও পড়ুন, কলকাতায় লাফিয়ে চড়ছে পারদ, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিতে ধ্বসের আশঙ্কা

প্রসঙ্গত এর আগে স্বরাষ্ট্র দফতরের এক আমলার ছেলের করোনা পজিটিভ হওয়ার জন্য রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকতে হয়েছিল। তারপর এক সাফাই কর্মীও করোনা আক্রান্ত হয়েছিল। তবে প্রতিবার কড়া সতর্কতার সঙ্গে পুরো স্যানেটাইজ করা হয়েছে।

 

 

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

 করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক সেনা কর্তার, ফোর্ট উইলিয়ামের শোকের ছায়া

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

 কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

 

PREV
click me!

Recommended Stories

বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে