আজ কি দাম পেট্রোল-ডিজেল কলকাতায় ? জ্বালানীর দর কমার ঘোষণা সম্ভাবনা সরকারের

Published : May 21, 2022, 07:44 AM ISTUpdated : May 21, 2022, 08:30 AM IST
আজ কি দাম পেট্রোল-ডিজেল কলকাতায় ?  জ্বালানীর দর কমার ঘোষণা সম্ভাবনা সরকারের

সংক্ষিপ্ত

শনিবার নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা।  উল্লেখ্য,পেট্রোল-ডিজেলের ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে একটি বড় খবর। শীঘ্রই পেট্রোল ও ডিজেলের দাম কমানোর ঘোষণা দিতে পারে সরকার।  এহেন পরিস্থিতিতে কলকাতা-দিল্লি সহ দেশের বাকি শহরগুলিতে পেট্রোল-ডিজেলের দাম কী চলছে।

শনিবার নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা।  উল্লেখ্য,পেট্রোল-ডিজেলের ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে একটি বড় খবর। শীঘ্রই পেট্রোল ও ডিজেলের দাম কমানোর ঘোষণা দিতে পারে সরকার। পাশাপাশি বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বেশ কিছুটা বেড়েছে। ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ৬৪ সেন্টা বা ০.৬ শতাংশ কমে ব্যারেল প্রতি ১১০.৯১ হয়েছিল। কিন্তু ক্ষণিকেই তা বেড়ে ফের ১১৫ ডলার ছাড়িয়েছে। যা প্রায় ৭ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের বাকি দেশগুলির নিষেধাজ্ঞা সহ অপর্যাপ্ত যোগানের চাপে অনেকটাই বেড়েছে প্রাকৃতিক গ্যাসের দাম।। এদিকে দেশের বাজারে একমাসের ও বেশি সময় ধরে পেট্রোল-ডিজেলের দাম কমার নাম নেই। অগ্নিমূল্য জ্বালানী ভরাতে নাভিশ্বাস উঠতে সাধারণ মানুষের। পেট্রোলের পাশাপাশি বেশ কিছু শহরে ডিজেলের দর সেঞ্চুরি হাঁকিয়েছে।এহেন পরিস্থিতিতে এদিন নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। চলুন এবার  কলকাতা-দিল্লি সহ দেশের বাকি শহরগুলিতে পেট্রোল-ডিজেলের দাম কত, জেনে নেওয়া যাক।

আরও পড়ুন, আজও বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, কী খবর উত্তরবঙ্গের

এদিন কলকাতায় পেট্রোলের  প্রতি  লিটারের দাম  ১১৫ টাকা ১২ পয়সা। পাশাপাশি   প্রতি লিটার ডিজেলের দাম  দাঁড়িয়েছে ৯৯ টাকা ৮৩ পয়সা। রাজধানী দিল্লিতে বেড়ে প্রতি লিটার পেট্রোলের দাম   ১০৫ টাকা ৪১ পয়সা। এবং ডিজেলের দাম  ৯৬ টাকা ৬৭ পয়সা হয়েছে।মুম্বই লিটার প্রতি পেট্রোল ১২০ টাকা ৫১ পয়সা  দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম ১০৪ টাকা ৭৭ পয়সা দাঁড়িয়েছে। চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোলে দাম ১১০ টাকা ৮৫ পয়সা  দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম   ১০০ টাকা ৯৪ পয়সা দাঁড়িয়েছে।বেঙ্গালুরুতে লিটার প্রতি পেট্রোলে দাম ১১১ টাকা ৯পয়সা  দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম  ৯৪ টাকা ৭৯ পয়সা দাঁড়িয়েছে।

আরও পড়ুন, হাইকোর্টে আবেদন খারিজ, রক্ষা কবচ পেলেন না পার্থ, ফের তলব সিবিআই-র

 প্রসঙ্গত, একুশ সালে দেশের সাধারণ মানুষকে দীপাবলির উপহার দেন নরেন্দ্র মোদী। লিটার প্রতি পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। কিন্তু সেই সুবিধা পায়নি বাংলার বাসিন্দারা।  কলকাতা সহ দেশের অধিকাংশ শহরেই পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। ১০০ পথে ডিজেলও অনেক জায়গায়। ইতিমধ্যেই সতেরো দিনে ইতিমধ্যেই ১৪ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের।  নতুন করে লাফিয়ে বাড়ার পর ফের পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। ৭ এপ্রিল থেকে ২১ মে টানা পেট্রোল-ডিজেলের দাম স্থির রয়েছে।  

পরিবহণে জ্বালানী বৃদ্ধির সঙ্গে, আগুন লেগেছে রান্নার গ্যাসের দামেও। মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম।  গ্যাসের দাম বাড়তেই মধ্যবিত্তের ফের নাভিশ্বাস হবার জোগাড়।  মার্চ থেকে এপ্রিল ডিজেলের দাম ৯.৭ শতাংশ বেড়েছে। ফলে পণ্য পরিবহনের খরচও বেড়েছে। পেট্রোলের দাম বেড়েছে ৮.৯ শতাংশ। গত এক বছরে পেট্রোলের দাম ১৬ শতাংশের বেশি, ডিজেলের দাম ১৯ শতাংশেরও বেশি এং রান্নার গ্যাস ১৭ শতাংশেরও বেশি বেড়েছে।

আরও পড়ুন, কার লড়াইয়ে মন্ত্রী কন্যা অঙ্কিতার চাকরি কাণ্ড ফাঁস, ভয়ে 'ভ্যানিশ' হলেন পরেশ ? কে সেই যাদুকরনি

অপরদিকে, পেট্রোল-ডিজেলের ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে সাধারণ মানুষের জন্য একটি বড় খবর। শীঘ্রই পেট্রোল ও ডিজেলের দাম কমানোর ঘোষণা দিতে পারে সরকার। সূত্রের মতে, পয়লা এপ্রিল, ২০২৩ থেকে ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল-ডিজেল বাছাই করা পেট্রোল পাম্পগুলিতে পাওয়া যাবে। আসলে, সরকার গত কয়েক বছর ধরে পেট্রোলের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে ইথানলের মিশ্রণের উপর জোর দিয়ে আসছে।

PREV
click me!

Recommended Stories

বিধানসভা ভোটের আগে বঙ্গে হিন্দু অস্ত্রে শান, ব্রিগেড ময়দানে শুরু লক্ষ কন্ঠে গীতাপাঠ
Today live News: দ্বিতীয় বিয়ে করছেন স্বামী! চোখের জলে মোদীর কাছে সাহায্য চাইলেন পাকিস্তানি যুবতী