করোনা ভ্য়াকসিন নিয়ে এবার মোদী-মমতার বৈঠক। সূত্রের খবর, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ২৪ নভেম্বর মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে বসছে রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। উল্লেখ্য, সেই কারণেই বাঁকুড়ার কর্মসূচিতে কাঁটছাঁট করলেন মমতা।
আরও পড়ুন, ' ভালবাসা সম্পূর্ণ ব্য়াক্তিগত বিষয়', 'লাভ জেহাদ' নিয়ে বিজেপিকে আক্রমণ নুসরতের
২৫ কোটি ভারতীয়কে করোনার ভ্যাকসিন
সূত্রের খবর, পূর্ব নির্ধারিত কর্মসূচীর পরিবর্তন করে রবিবারই বাঁকুড়া যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সোমবার বাঁকুড়ায় ২ টি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। একটি হল প্রশাসনিক বৈঠক। অপরটি প্রশাসনিক সভা। করোনা ভ্য়াকসিন নিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কারণেই বাঁকুড়ার কর্মসূচিতে কাঁটছাঁট করলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন কয়েকদিন আগেই জানিয়েছেন, ২০২১ এর শুরু দিকেই ভারতে করোনা ভ্যাকসিন চলে আসবে। জুন-জুলাই এর মধ্যে ২৫ কোটি ভারতীয়কে করোনার ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে।
আরও পড়ুন, 'শুভেন্দু বিজেপিতে যোগ দিলেই ভাঙবে তৃণমূল সরকার', গর্জে উঠলেন অর্জুন সিং
অন্যতম অংশীদার আইসিএমআর
অপরদিকে, নাইসেডে করোনা টিকা-পরীক্ষা চূড়ান্ত হওয়ার ২৪ ঘন্টার মধ্যে রাজ্য স্বাস্থ্য দফতরের অধীন স্কুল অব ট্রপিক্য়াল মেডিসিনে (এসটিএম) করোনা টিকা পরীক্ষার জন্য সবুজ সঙ্কেত দিয়েছে স্বাস্থ্য ভবন। জানা গিয়েছে, সাগর দত্ত মেডিকেল কলেজেও প্রস্তাবিত টিকা চূড়ান্ত করার বিষয়টি আরও গতি পেয়েছে। উল্লেখ্য, সিটিআরআই এর তথ্য অনুযায়ী, কোভিড ভ্যাকসিনের পরীক্ষা কেন্দ্র পাওয়ার প্রশ্নে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র (৯)।তামিলনাডু- উত্তরপ্রদেশে সেটা ৩ টি। দিল্লি, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, বিহারে কোভ্যাক্সিন-কোভিশিল্ড মিলিয়ে ২ টো করে ক্লিনিক্যাল ট্রায়াল সাইট পেয়েছে। নাইসেডের মতো এসটিএমের টিকা পরীক্ষাতেও অন্যতম অংশীদার আইসিএমআর এ রাজ্য়ে ১০০ জন স্বেচ্ছাসেবককে টিকা দেওয়া হবে। এসটিএমে দুই দল স্বেচ্ছাসেবকদের মধ্য়ে একদল পাবেন আমেরিকায় তৈরি করোনা টিকা।