শীঘ্রই আসছে করোনার মারণাস্ত্র, কোভ্য়াক্সিনের ট্রায়াল রান শুরু কলকাতাতেও

Published : Jul 04, 2020, 05:22 PM IST
শীঘ্রই আসছে করোনার মারণাস্ত্র, কোভ্য়াক্সিনের ট্রায়াল রান শুরু কলকাতাতেও

সংক্ষিপ্ত

কোভ্য়াক্সিন ট্রায়ালের অংশ হবে এবার কোলকাতাতেও   কলকাতার একাধিক ওয়ার্ড জুড়েই এই পরিকল্পনা রয়েছে    নেতৃত্ব দেবে আইসিএমআর এবং তত্বাবধানে থাকবে নাইসেড  আর কিছুদিন পর কোভ্য়াক্সিন মিলতে পারে দোকানগুলিতেও 

সূত্রের খবর, আইসিএমআর এর নেতৃত্বে, নাইসেডের তত্বাবধানে কোভ্য়াক্সিন ট্রায়ালের অংশ হবে এবার কোলকাতাতেও। চলতি বছেরের ভারতের স্বাধীনতা দিবস আসার সঙ্গে কোভ্য়াক্সিন মিলতে পারে দোকানগুলিতেও।

আরও পড়ুন, শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মের নম্বর বদল,হঠাৎ কেন এই সিদ্ধান্ত


শরীরে বিভিন্ন অংশের সঙ্গে কলকাতার একাধিক ওয়ার্ডে নির্দিষ্টি নিয়ম মেনেই কোভ্য়াক্সিন ট্রায়াল শুরু করা হবে। যদিও এবিষয়ে স্বাস্থ্য়ভবন এবং নাইসেডের পক্ষ থেকে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।সরকারি সূত্রের খবর, কোভ্য়াক্সিন ট্রায়ালের অংশ হতে চলেছে কলকাতা। কলকাতার একাধিক ওয়ার্ড জুড়েই এই পরিকল্পনা রয়েছে। অপরদিকে এছাড়াও বিশাখাপত্তনম, রোহতক, নয়াদিল্লি, বেলগাঁও, পাটনা, নাগপুর, গোরখপুর, হায়দরাবাদ, কানপুর, নাগপুর, গোরখপুর, হায়দরাবাদ, গোয়া সহ বিভিন্ন জায়গায় কোভ্য়াক্সিন ট্রায়াল চলবে। 

আরও পড়ুন, ক্য়ানসারের সঙ্গে লড়াই শেষ, প্রয়াত মিও আমোরের কর্ণধার অর্ণব বসু

ভারতের স্বাধীনতা দিবস ১৫ অগাস্টের দিনই মেরে ফেলা করা হবে করোনা ভাইরাসের জীবাণু। তাই আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরেই দোকানে মিলতে পারে কোভ্য়াক্সিন। কয়েকদিনের মধ্য়েই আসিএমআর ও ভারত বায়োটেক ইন্টারন্য়াশনাল লিমিটেডের তৈরি ভ্য়াক্সিনের হিউম্য়ান ট্রায়াল শুরু হচ্ছে।

 

 

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

 করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক সেনা কর্তার, ফোর্ট উইলিয়ামের শোকের ছায়া

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

 কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

 

PREV
click me!

Recommended Stories

'স্বামীজি হলেন আসল যুবরাজ অন্য কেউ নয়' সিমলা স্ট্রিট থেকে বার্তা শুভেন্দুর
Suvendu Adhikari: মমতার আইনত শাস্তির দাবিতে যাদবপুরে শুভেন্দু অধিকারীর গর্জন