ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে এই নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপের জেরে বুধবার থেকে ওড়িশায় ভারী বৃষ্টি হতে পারে। এর প্রভাবে রাজ্যের ওড়িশার সংলগ্ন জেলা ও উপকূলের জেলাগুলিতে।
আরও পড়ুন, বিশ্ব পরিবেশ দিবসে আমফানে বাংলার ক্ষতি মাপতে সফর কেন্দ্রীয় দলের, টুইটে কী বললেন মমতা
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি। বেলা বাড়লে এই অস্বস্তি আরো বাড়বে।হাওয়া অফিস জানিয়েছে,শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৫৪ শতাংশ। হাওয়া অফিস জানিয়েছে,বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৫২ শতাংশ। শুক্রবার এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন, শৌচাগার ব্যবহার নিয়ে ধুন্ধুমার কসবায়, বেধড়ক মারে যুবকের মৃত্যু
শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুরদুয়ার কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি , কালিম্পং -এ। উত্তরবঙ্গের বাকি জেলাতেও হালকা ঝড় বৃষ্টির পূর্বাভাস। আগামী ৪৮ ঘন্টা ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা।
পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী
বাংলাদেশ ফেরৎ ২ যাত্রী করোনা পজিটিভ, কোয়ারান্টিনের পর আক্রান্ত হওয়ায় চিন্তায় স্বাস্থ্য দফতর
কলকাতা মেডিক্যালের ছাদের কার্নিশে বসে করোনা রোগী, সামলাতে গিয়ে নাজেহাল কর্তৃপক্ষ
করোনা মোকাবিলায় বড়সড় উদ্য়োগ, পরিষেবা বাড়াতে ৫০০ ডাক্তার-নার্স নিচ্ছে রাজ্য