মৌসুমি বায়ু আরও সক্রিয়, দুই বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

 

  •  কলকাতা সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি 
  • কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস 
  •   উত্তরবঙ্গ- দক্ষিণবঙ্গের উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস   
  •  শুক্রবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল 
     

Ritam Talukder | Published : Jun 17, 2020 3:18 AM IST / Updated: Jun 17 2020, 08:49 AM IST

পূর্ব-পশ্চিম অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। সিকিম ও উত্তরবঙ্গ থেকে কঙ্কন পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়। এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে দু-এক পশলা ভারী বৃষ্টি । কলকাতাসহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।

আরও পড়ুন, কবে থেকে এই রাজ্যে শুরু হবে লোকাল ট্রেন পরিষেবা, কী বলল রেল বোর্ড

কলকাতায় আংশিক মেঘলা আকাশ ।বাতাসে জলীয় বাষ্প  বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি হবে। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।  এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৬৯ শতাংশ। মঙ্গলবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি। গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি ।  বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৪ থেকে ৯৭ শতাংশ। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।  এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৭৪ শতাংশ। 

আরও পড়ুন, লকডাউনের 'বলি', বাবার চিকিৎসার খরচ জোগাতে না পেরে আত্মঘাতী ছেলে

হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। রাজ্যের উপকূলের কাছাকাছি উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। শুক্রবার ১৯ জুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির  সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় মেঘলা আকাশ। আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস।  উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে দু-এক পশলা ভারী বৃষ্টি । কলকাতাসহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
 

 

আরও পড়ুন, করোনা আক্রান্ত বেলুড়ের এক মহারাজ, মঠ খোলার দিন আপাতত অনিশ্চিত

করোনা আক্রান্ত হয়ে ফের মৃত্যু এক কলকাতা পুলিশকর্মীর, উদ্বিগ্ন লালবাজার

করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

 পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি

Share this article
click me!