পূর্বাভাস থাকলেও কলকাতায় দেখা মিলছে না বৃষ্টির, কী বলছে হাওয়া অফিস?

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে। অবশ্য বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। 

সকালে ঘুম থেকে উঠেই দেখা মিলছে রোদের। মেঘলা আকাশের দেখা পাওয়াই যাচ্ছে না। আর বেলা বাড়ার সঙ্গেই সঙ্গেই শুরু হয়ে যাচ্ছে হাঁসফাঁসানি গরম। গরমে যেন প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। বেলার দিকে বাড়ি থেকে বের হতে গেলেই ভয় করছে। রোদের তেজে পুড়ে যাচ্ছে গা। বৈশাখের এই গরমে কার্যত নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এদিকে আকাশে বৃষ্টির দেখাও পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতির হাত থেকে একমাত্র রক্ষা করতে পারে কালবৈশাখী। কিন্তু, তার দেখাও পাওয়া যাচ্ছে না। তার অপেক্ষায় চাতকপাখির মতোই হপিত্যেশ করেই বসে রয়েছেন রাজ্যবাসী। কিন্তু, বৃষ্টি হব হব করেও আর হচ্ছে না। এদিকে দক্ষিণবঙ্গে যখন বৃষ্টির দেখা মিলছে না সেখানে উত্তরবঙ্গে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েই চলেছে। তবে এই পরিস্থিতির মধ্যে একটু আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

জানানো হয়েছে, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপু, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি হবে। সেই সঙ্গে এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বুধবার সন্ধ্যার পর থেকেই দক্ষিণবঙ্গের আকাশে মেঘ জমতে শুরু করেছে। ভ্যাপসা গরম কিছুটা হলেও কমেছে। তবে এখনও রোদের দাপট আগেই মতোই চড়া আছে। হাওয়া অফিস জানিয়েছে, ঝড় হলে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। 

Latest Videos

আরও পড়ুন- 'যারা পুড়িয়ে মেরেছে, তাঁরা জেলে বহাল তবিয়তে আছে', বগটুইকাণ্ডে নাম জড়াল ডেপুটি স্পিকারের

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে। অবশ্য বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। বহু দিনই দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। শীতের সময় উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি হয়েছিল। কিন্তু, তারপর থেকে আর বৃষ্টির দেখা পাওয়া যায়নি। সেই ২৮ ফেব্রুয়ারি শেষবার বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে। তারপর থেকে আর বৃষ্টির দেখা পাওয়া যায়নি। অবশ্য এই পরিস্থিতিতে হাওয়া অফিস আশার কথা শোনালেও যতক্ষণ না পর্যন্ত বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে ততক্ষণ শান্তি মিলছে না। গরমের হাত থেকে এক মুহূর্তও রেহাই পাচ্ছেন না দক্ষিণবঙ্গবাসী। 

আরও পড়ুন, রেপের সংখ্যা বেড়েই চলেছে রাজ্যে, ফের ধর্ষণ করে খুন ? মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার মেদিনীপুরে

এই সময় অন্য বছরগুলিতে তিন থেকে চারটি কালবৈশাখী হয়ে যায়। কিন্তু, এবছর এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে একটিও কালবৈশাখী হয়নি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ মরসুমের প্রথম কালবৈশাখী হতে চলেছে কলকাতায়। সন্ধের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি খুব বেশি হবে না। পশ্চিমের জেলা ও উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আরও পড়ুন, মোটরবাইকে চড়ে এলেন ৩ আততায়ী, ঝালদাকাণ্ডে সিবিআই-র সামনে কাঠের বন্দুক থেকে চলল গুলি

Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |