
বর্ষার সময় একের পর এক চুলের সমস্যা চলতেই থাকে। এই সময় খুশকি, চুল পড়া থেকে শুরু করে রুক্ষ্ম চুলের সমস্যায় জের বার অবস্থা সকলের। এই সমস্যা সমাধানে কে কী করবেন, তা অনেকেই ঠিক করে উঠতে পারেন না। এবার চুলের সমস্যা দূর করতে ব্যবহার করুন এই কয়টি হেয়ার প্যাক, জেনে নিন কী কী।
কলা ও মধুর প্যাক- কলা ও মধুর প্যাক ব্যবহার করুন। কলা ভালো করে চটকে নিন। এবার তার সঙ্গে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা চুলে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার।
ডিম ও অলেভ অয়েল দিয়ে প্যাক বানান। একটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। এবার তাতে মেশান অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।
ডিম ও হেনা- একটি পাত্রে ৩ টেবিল চামচ হেনা পাউডার নিন। তাতে মেশন অলিভ অয়েল। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার তাতে দিন ডিমের সাদা অংশ। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। এতে মিলবে উপকার। সপ্তাহে ১ থেকে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।
মেথি ও দই- মেথি ও দই দিয়ে প্যাক বানিয়ে নিন। একটি বাটিতে মেথি নিন। তাতে জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে তা বেটে নিন। এবার তাতে মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহারে মিলবে উপকার। সপ্তাহে ১ থেকে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।
নারকেল দুধ ও মধু দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে নারকেল দুধ নিন। তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি কার্লি চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। এটি চুলের জন্য উপকারী। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার। এবার থেকে মেনে চলুন এই সকল বিশেষ টিপস। এতে চুলের যাবতীয় সমস্যা দূর হবে। এরই সঙ্গে নিয়মিত শ্যাম্পু করুন। মাথা নোরা রাখবেন না। এতে সমস্যা বাড়বে।
আরও পড়ুন
সম্পর্কে যদি নতুন করে আকর্ষণ আনতে চান তবে এই টিপসগুলো অবশ্যই কাজে লাগিয়ে দেখুন
ব্লিচ করার পর ত্বকে জ্বালা পোড়া করে, এই ঘরোয়া উপায়গুলি মেনে তবেই ব্যবহার করুন
পিরিয়ডের সময় ব্যথা স্বাভাবিক নাকি কোনও গুরুতর রোগের লক্ষণ, এইভাবে জেনে নিন