থেরাপিউটিক বৈশিষ্ট্যপূর্ণ পুদিনা। বদহজম, পেশির ব্যথা, দাঁতের ব্যথা, মাথা ব্যথা ও স্নায়ুর ব্যথা থেকে মুক্তি পেতে পারেন পুদিনার গুণে। এবার থেকে সুস্থ থাকতে ও যে কোনও ব্যথা থেকে মুক্তি পেতে পুদিনা খেতে পারেন। মেনে চলুন এই সকল বিশেষ টোটকা। ঘরোয়া উপাদানের গুণে মিলবে উপকার।