নিয়মিত দীর্ঘক্ষণ মোটরবাইক চালালে মেরুদণ্ড ও পেশিতে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে
এই ব্যস্ত জীবনে আমাদের দৈনন্দিন সব কাজ খুব দ্রুত শেষ করতে হয়। আর তার জন্য কোনও না কোনও যানবাহন অপরিহার্য। গাড়ি হলে তেমন কোন সমস্যা না হলেও, বাইক হলে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে মেরুদণ্ড এবং পেশি সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে। কী কী সেই সমস্যা..
স্পন্ডিলাইটিস
পিঠে সাপোর্ট ছাড়াই বেশিক্ষণ বাইক চালানোর ফলে মেরুদণ্ডের উপর চাপ পড়ে। এর ফলে স্পন্ডিলাইটিস (Spondylosis) অথবা ডিস্কের সমস্যা দেখা দিতে পারে। এর জন্য রাস্তাও অন্যতম কারণ হতে পারে। খানাখন্দ, পাথুরে রাস্তায় নিয়মিত যাতায়াত করলে ডিস্কের সমস্যা দেখা দেয়। ডিস্ক সরে যাওয়া, ঘষা লেগে ক্ষয় হওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয়।