Health Tips: কালীপুজোর রাতে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালুন, রইল এর স্বাস্থ্য উপকারিতা

কালী পুজো মানেই আলোর উৎসব। বাডিতে কেউ মোমের প্রদীপ জ্বালান। কেউ আবার জ্বালান সর্ষের তেলের প্রদীপ। কিন্তু কালীপুজোর দিন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালুন।

 

Saborni Mitra | Published : Oct 29, 2024 4:41 PM IST / Updated: Oct 29 2024, 10:13 PM IST
110
কালীপুজো

আর মাত্র একটি দিন। তারপরই কালীপুজো। কালীপুজো মানেই আলোর উৎসব। বাড়িতে প্রদীপ রেখেই আশুভ শক্তির বিনাস করেতে চান।

210
প্রদীপের আলো

কালী পুজোর দিন গোটা ঘরেই আলোয় ঝলমল করে। বর্তমানে এলইডি আলোর দাপটে প্রদীপের আলো কিছুটা পিছিয়ে পড়েছে। কিন্তু প্রদীপের আলোর শাস্ত্রীয় গুরুত্ব অনেক।

310
সর্ষের প্রদীপ

জ্যোতিষ অনুযায়ী সর্ষের তেলের প্রদীপ শনিদেব তুষ্ট হয়। তাই কালীপুজোর দিন অবশ্যই একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালতে হয়।

410
ঘিয়ের প্রদীপ

তবে শাস্ত্রমতে ঘিয়ের প্রদীপের গুরুত্ব অনেক বেশি। ঘিয়ের প্রদীপে তুষ্ট হন মহাদেব, মা কালী। আর সেই কারণেই দীপাবলির দিনে গুরুত্বপূর্ণ ঘিয়ের প্রদীপ।

510
ঘিয়ের প্রদীপ

প্রাচীন বিশ্বাস অনুযায়ী ঘিয়ের প্রদীপ অশুভ শক্তির বিনাস করে। বাড়িতে শুভ শুভ শক্তিকে স্বাগত জানায়।

610
ঘিয়ের প্রদীপের গুরুত্ব

ঘিয়ের প্রদীপের শুধুযে ধর্মীয় গুরুত্ব রয়েছে এমন নয়, এর স্বাস্থ্যের গুরুত্বও অনেক। এটি মানসিক ও শারীরিক প্রশান্তি দেয়।

710
বিশেষজ্ঞদের দাবি

প্রজ্বলিত প্রদীপের সামনে যদি বেশ খানিকক্ষণ বসে ধ্যান বা মেডিটেশন করেন তাহলে দেখবেন আপনার জীবনের সমস্যা নিমেষের মধ্যে দূর হয়ে গেছে।

810
রক্ত চলাচল বাড়ায়

প্রদীপের আলোয় যে ব্লাড সার্কুলেশন আপনার শরীরের মধ্যে সৃষ্টি হয়, তাতে আপনার শরীরে অক্সিজেনের মাত্রা ক্রমশ বাড়তে থাকে।

910
ত্বকের সমস্যা কমায়

ঘিয়ের প্রদীপ ত্বকের সমস্যা কমাতে পারে। কারণ এটি রক্ত চলাচল বাড়াতে পারে।

1010
পরিবেশ শুদ্ধ করে

আবার তেল দিয়ে প্রদীপ প্রজ্জ্বলিত করা হলে তার দ্বারা উৎপন্ন তরঙ্গ প্রদীপ নিভে যাওয়ার আধঘণ্টা পর্যন্ত পরিবেশকে শুদ্ধ রাখে। কিন্তু ঘিয়ের প্রদীপ নেভার পর চার ঘণ্টা পর্যন্ত তা সাত্বিক শক্তির বিস্তার করে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos