প্রক্রিয়াজাত খাবার
মাসিকের সময় প্রক্রিয়াজাত খাবার থেকে দূরে থাকুন। পিরিডস ক্র্যাম্প বৃদ্ধ পায় এর কারণে। ট্রান্স ফ্যাট আছে এমন খাবার। য়া হাইড্রোজেনেটেড তেল নামে পরিচিত। এমন খাবার পিরিডস ক্র্যাম্প বৃদ্ধি করে। তাই এই কটা দিন খাদ্যতালিকায় নজর দিন। প্রোটিন, ফল, সবজি খান।