Periods: কফি থেকে চকোলেট- এই পাঁচ দিন ত্যাগ করুন কয়টি খাবার, মুক্তি মিলবে পিরিয়ড ক্র্যাম্প থেকে

মাসিক এই কটা দিন সকল মেয়ের কাছে খুবই কঠিন। নানান শারীরিক জটিলতার শিকার হতে হয়। অধিক রক্তক্ষরণ, বমি ভাব থেকে শুরু করে পিরিয়ড ক্র্যাম্প। এই কয়দিন এই কয়টি খাবার থেকে দূরে থাকুন। তা না হলে বাড়তে পারে সমস্যা।

Sayanita Chakraborty | Published : Jul 10, 2023 7:30 AM / Updated: Jul 10 2023, 07:35 AM IST
110

কফি

কফি থেকে দূরে থাকুন। এই সময় বারে বারে কফি খাওয়া অনেকেরই অভ্যেস। তবে কি জানেন, কফি খেলে সমস্যা বাড়তে থাকে। কফি খাওয়ার ফলে রক্তনালীর সংকীর্ণতা দেখা দেয়। এতে পেট ব্যথার সমস্যা বাড়তে থাকে। তাই এই পাঁচদিন কফ থেকে দূরে থাকুন। এতে মিলবে উপকার।

210

চিনি

এই সময় চিনি খাবেন না। চিনি বা অধিক মিষ্টি জাতীয় খাবার রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে। এর কারণে প্রদাহজনক বা ক্র্যাম্পিং-র সমস্যা বেড়ে যায়। এই কটা দিন চিনি থেকে দূরে থাকুন। তেমন চিনি যত দ্রুত সম্ভব ত্যাগ করুন। চিনি থেকে হাজারটা সমস্যা বাড়ত থাকে। তেমনই বাড়ে পিরিয়ডসের সময় পেট ব্যথার সমস্যা।

310

প্রক্রিয়াজাত খাবার

মাসিকের সময় প্রক্রিয়াজাত খাবার থেকে দূরে থাকুন। পিরিডস ক্র্যাম্প বৃদ্ধ পায় এর কারণে। ট্রান্স ফ্যাট আছে এমন খাবার। য়া হাইড্রোজেনেটেড তেল নামে পরিচিত। এমন খাবার পিরিডস ক্র্যাম্প বৃদ্ধি করে। তাই এই কটা দিন খাদ্যতালিকায় নজর দিন। প্রোটিন, ফল, সবজি খান।

410

দুগ্ধ পণ্য

পিরিডস ক্র্যাম্পিং-র আরও এক কারণ দুগ্ধ পণ্য। এই সময় দুধ, পনির, আইসক্রিম থেকে দূরে থাকুন। এমন খাবারে অ্যারাকিডোনিক অ্যাসিড আছে। পিরিডস ক্র্যাম্প বা পিরিয়়ডসের পেট ব্যথা। এই সময় স্বাস্থ্যকর খাবার খান। এতে মিলবে উপকার।

510

চর্বিযুক্ত খাবার

চর্বিযুক্ত খাবার থেকে দূরে থাকুন এই কদিন। পিরিডস ক্র্যাম্পিং বাড়তে পারে এমন খাবারে জন্য। এই ধরনের খাবার শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিনের সংখ্যা বাড়ায়। এতে জরায়ুর সংকোচন বেড়ে যায়। তেমনই স্যাচুরেটেড ফ্যাটের কারণে বাড়ে এই সমস্যা। বাড়তে পারে সমস্যা। মেনে চলুন এই সকল বিশেষ টিসপ।

610

নুন

নুন জাতীয় খাবার থেকেও বাড়ে পিরিডস ক্র্যাম্প। উচ্চ পরিমাণে সোডিয়ামযুক্ত খাবারের কারণে শরীরে ফোলভাব দেখা দেয়। তেমন নানান জটিলতা তৈরি হয়। চিপস, ফ্রেঞ্চ ফ্লাই দূরে রাখুন।

710

চকোলেট

পিরিয়ডস চলাকালীন চকোলেট থেকে দূরে থাকুন। এই সুস্বাদু খাবার আপনার প্রোস্টাগ্ল্যান্ডিং স্তরকে বৃদ্ধি করে। যার কারণে বাড়ে পেট ব্যথার সমস্যা। তাই এই কটাদিন চকোলেট থেকে দূরে থাকুন।

810

সেঁক দিন

এই সময় অনেকেই অসহ্য যন্ত্রণায় ভুগে থাকেন। নানান কারণে পিরিয়ডসেক সময় পেট ব্যথার সমস্যা হতে পারে। এর থেকে মুক্তি পেগে গরম সেঁক দিতে পারেন। তাহলে ব্যথা কিছুটা মিলবে মুক্তি।

910

জল পান করুন

এই কদিন পর্যাপ্ত জল পান করুন। শরীরে জলের অভাব হলে দেখা দেয় ডিহাইড্রেশনের সমস্যা। এর থেকে বাড়ে পেট ব্যথার সমস্যা। তাই সারা দিনে অন্তত ৭ থেকে ৮ গ্লাস জল পান করুন। এতে মিলবে উপকার।

1010

ব্যায়াম

এই সময় অবশ্যই ব্যায়ম করুন। অধিকাংশই শরীর চর্চা থেকে এই সময় দূরে থাকেন। এই ধারণা ভুল। এই সময় অবশ্যই শরীর চর্চা করবেন। তা না হলে সমস্যা আরও বাড়বে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos