পলাশ ফুল শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না। এই ফুলেও রয়েছে বহু ঔষধি গুন। যা আমাদের শরীরেক নানা রোগ সারাতে বিশেষ ভূমিকা পালন করে। এক কথায় বলা যেতে পারে অব্যর্থ ওষুধের কাজ করে পলাশ।
210
ঘুমের সমস্যা দূর করে পলাশ ফুল
বসন্তের এই ফুল ঘুমের সমস্যা দূর করে। ২ চামচ পলাশ পাতার রস ৭-৮ চামচ জলের সঙ্গে মিশিয়ে সকাল বিকেল দু’বার করে ৩-৪ দিন খেলে ভালো ফল পাওয়া যাবে।
310
ত্বকের রোগ সারাতে পলাশ
গরমে অনেকেরই চর্মজনিত নানা সমস্যা রোগব্যাধি দেখা দেয়। এই সময় পলাশ ফুলের বীজ বাটা চর্মরোগ, যেমন, চুলকানি থেকে মুক্তি পাওয়া যায়। পোকামাকড়ের কামড়ে পলাশ বীজ, আকন্দের আঠার সঙ্গে বেটে সেখানে লাগালে উপকার হয়।
যারা মূত্রজনিত সমস্যায় ভোগেন তাদের মূত্রজনিত রোগ ভালো করতে পলাশের কুঁড়ি দারুণ উপকারি। পলাশের কুঁড়ি শুকিয়ে গুঁড়ো করে ছেঁকে নিয়ে তার সঙ্গে আখের গুড় মিশিয়ে রোজ সকালে খেলে যে কোনও রকম মূত্রজনিত অসুখে সেরে যেতে পারে।