World AIDS Day: শুধু যৌন সঙ্গম নয়, এই কয়টি কারণে সংক্রমিত হতে পারেন AIDS-র মতো রোগে

এইচাআইভি বা এডস একটি মারণব্যাধি। সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে এই রোগ। তবে শুধু যৌন সঙ্গম নয়, এই কয়টি কারণে সংক্রমিত হতে পারেন এইডসে। জেনে নিন কী কী।

Sayanita Chakraborty | Published : Nov 30, 2023 5:29 AM IST
110

ইঞ্জেকশন নেওয়ার সময় নতুন সিরিঞ্জ ও সূচ ব্যবহার করতে হবে। অন্যের ব্যবহৃত ইঞ্জেকশন ব্যবহারে এই রোগে সংক্রমিত হতে পারেন।

210

অস্ত্রোপচারের সময় এইচআইভি পজেটিভ রোগীর শরীরে ব্যবহৃত যন্ত্রপাতি ফের ব্যবহার করলে এই রোগ ছড়াতে পারে।

310

এইচআইভিতে আক্রান্ত ব্যক্তির মাড়ির ক্ষত ও দেহের ক্ষত থেকে নিঃসৃত লালা ও রস থেকে এই রোগ ছড়াতে পারে।

410

এইচআইভিতে আক্রান্ত ব্যক্তির রক্ত পরীক্ষা না করে অন্য রোগীকে দেওয়া হলে তার থেকে এই রোগে আক্নান্ত হতে পারেন।

510

এইডসে আক্রান্ত প্রসূতির শরীর থেকে তার বাচ্চার শরীরে এই রোগ ছড়াতে পারে।

610

এইচআইভিতে আক্রান্ত ব্যক্তির রক্ষ অন্য ব্যক্তির ক্ষত স্থানে লেগে গেলে তার থেকে হতে পারে সংক্রমণ। তাই রোগ মুক্ত থাকতে স সব সময় সতর্ক থাকা প্রয়োজন।

710

এইচআইভি নিয়ে রয়েছে বিস্তর ভুল ধারাণাও। অনেকে মনে করেন এইচআইভিতে আক্রান্ত ব্যক্তির মূত্র বা ঘামের মাধ্যমে রোগ ছড়ায়। এই ধারণা একেবারে ভুল।

810

অনেকে মনে করেন, একই শৌচালয়ে বা সুইমিং পুল ব্যবহার করলে এইচআইভি এক ব্যক্তির শরীর থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়ায়। এই ধারণা সঠিক নয়।

910

তেমনই এইচআইভিতে আক্রান্ত ব্যক্তি কারও সামনে হাঁচলে বা হাসলে এই রোগ ছড়া বলে মনে করেন অনেকে। যা একেবারে ভুল ধারণা।

1010

তবে, যৌন মিলনের ফলে এই রোগে সংক্রমিত হতে পারেন। অনেকে মনে করেন কনডোম ব্যবহারে রোগ থেকে মুক্তি মেলে। এই ধারণা সঠিক নয়। এমন রোগী থেকে দূরে থাকুন।

Share this Photo Gallery
click me!

Latest Videos