স্বাস্থ্যকর খাবার খান :
ফল, সবজি, বাদাম, দইয়ের মতো পুষ্টিকর খাবার আপনার খাদ্যতালিকায় বেশি করে যোগ করুন। এগুলো ত্বককে ভেতর থেকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। পর্যাপ্ত পরিমাণে জল পান করার অভ্যাস করুন।
হাতকে রক্ষা করুন:
বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করার সময় অবশ্যই হাতে গ্লাভস পরুন।
চামড়া তোলার অভ্যাস ত্যাগ করুন!
মানসিক চাপ থাকলে নখের চামড়া তোলার অভ্যাস থাকলে তা দ্রুত পরিবর্তন করার চেষ্টা করুন। পরিবর্তে অন্য কোনো বিষয়ে মনোযোগ দিন।