Earth Day: গুগল ডুডলে বিশেষ ঝলক, পালিত হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস, দেখে নিন দিনটির মাহাত্ম্য

প্রতি বছর ২২ এপ্রিল ধরিত্রী দিবস বা Earth Day। প্রতি বছর এই দিন পালনের লক্ষ হল প্রকৃতি সম্পর্ক সকলকে সতর্ক করা। ১৯৭০ সালে প্রথমবার ধরিত্রী দিবস বা Earth Day পালন করা হয়। সেনেটর গেয়লর্ড নেলসন ক্রমশ দূষিত হতে থাকা পরিবেশ নিয়ে সরব হন।

সকাল থেকে গুগল হোম পেজে মিলছে বিশেষ গ্রাফিক্স। সবুজ ব্যাক গ্রাউন্ডে তৈরি এই ছবি। যেখানে গাছ, পাখী, কীটপতঙ্গ থেকে শুরু করে জন্তু-জানোয়ারতে দেখা যাচ্ছে। তার ওপর সুন্দর করে লেখা গুগল। এভাবেই গুগল ডুডলে পালিত হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস।

প্রতি বছর ২২ এপ্রিল ধরিত্রী দিবস বা Earth Day। প্রতি বছর এই দিন পালনের লক্ষ হল প্রকৃতি সম্পর্ক সকলকে সতর্ক করা। ১৯৭০ সালে প্রথমবার ধরিত্রী দিবস বা Earth Day পালন করা হয়। সেনেটর গেয়লর্ড নেলসন ক্রমশ দূষিত হতে থাকা পরিবেশ নিয়ে সরব হন। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের সমস্যা সকলের সামনে তুলে ধরতে দিনটি পালন শুরু হয়। প্রথম দিকে, বিভিন্ন দেশ ও সরকার দূষণ কমানো ও পরিবেশ রক্ষার বিষয়টি তেমন গুরুত্ব দিয়ে দেখেননি। কিন্তু, সময়ের সঙ্গে পরিস্থিতির বদল হয়েছে। বর্তমানে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের সমস্যা দূর করতে অগ্রসর হয়েছেন সকলে।

Latest Videos

গাছ কাটা বন্ধ করা, পেট্রোল, ডিজেল চালিত গাড়ির বদলে ব্যাটারি বা বিদ্যুৎচালিত গাড়ি ব্যবহারে বেশি জোড় দেওয়ার মতো পদক্ষেপ নিয়েছেন অনেকেই। কারণ, প্রকৃতি রক্ষা করতে না পারলে এর খারাপ প্রভাব পড়বে আমাদের ওপরই। সে কারণে সতর্কতার প্রচার করা হচ্ছে সর্বত্র। আজ পালিত হচ্ছে সেই বিশেষ দিন। সকালে থেকে যেমন সেজে উঠেছে গুগল তেমনই সর্বত্র নানান অনুষ্ঠান হচ্ছে। আর প্রকৃতি রক্ষা করা ও প্রকৃতির এই পরিবর্তন সম্পর্কে সকলকে অবগত করাই হল এই দিনটির অন্যতম লক্ষ্য।

এমনই প্রায়শই পালিত হয় বিশেষ বিশেষ দিন। মার্চ জুড়ে পালিত হচ্ছে একের পর এক দিন। ২৪ মার্চ পালিত হয় বিশ্ব যক্ষ্মা দিবস। এত বিশেষ থিমের মাধ্যমে জনসাধারণের মধ্যে সতর্কতা তুলে ধরাই এই দিনটির লক্ষ্য। তেমনই ২২ মার্চ দিনটি নির্দিষ্ট করা হয় বিশ্ব জল দিবস হিসেবে। বিশুদ্ধ জলের গুরুত্ব সকলের সামনে তুলে ধরতে পালিত হয় দিনটি। ১৯৯৩ সালে প্রথম এই রীতি চালু হয়েছিল। তেমনই প্রতি বছর মার্চ মাসে পালিত হয় ঘুম দিবস হিসেবে। ২০০৮ সালে দ্য ওয়ার্ল্ড স্লিপ ডে কমিটি, গ্লোবাল স্লিপ সোসাইটির একটি শাখার উদ্বোধন করেন। তাদের উদ্দেশ্য ছিল সুনিদ্রার প্রয়োজনীয়তা তুলে ধরা। ২০০৮ সাল থেকে ওয়ার্ল্ড স্লিপ সোসাইটি দ্বারা এই বিশ্ব নিদ্রা দিবস পালন শুরু করে।

 

 

আরও পড়ুন

'তাঁর সবচেয়ে বড় অর্জন টেসলা বা স্পেসএক্স নয়', ইলন মাস্ক-এর প্রসংশায় পঞ্চমুখ আনন্দ মহিন্দ্রা

Akshaya Tritiya: অক্ষয় তৃতীয়ায় সকলকে জানান শুভেচ্ছা, রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ

Eid Mubarak: রোজা রাখার নিয়ম সম্পর্কে অবগত নন অনেক মানুষই, জানেন কি ইফতার কেন ‘পার্টি’ নয়?

Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya