Soumya Gangully | Published : Mar 29, 2025 5:00 PM
110
এবার মার্চেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই
এবারের গ্রীষ্মে তাপমাত্রা অনেক বেশি থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
Subscribe to get breaking news alertsSubscribe 210
এবার ফেব্রুয়ারি মাসের শেষদিক থেকেই প্রচণ্ড গরমের জেরে এসি চালাতে হচ্ছে
এবার জানুয়ারি মাসের শেষদিক থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। ফেব্রুয়ারি মাস থেকেই অনেকে এসি চালাতে বাধ্য হচ্ছেন।
310
এখনও আনুষ্ঠানিকভাবে গ্রীষ্ম শুরু হয়নি, কিন্তু তার আগেই গরম পড়ে গিয়েছে
এখন চৈত্রমাস চলছে। সেই হিসেবে বসন্ত এখনও বিদায় নেয়নি। কিন্তু চড়া রোদ এবং অত্যধিক তাপমাত্রা আগাম গ্রীষ্মের জানান দিচ্ছে।
410
এবার আনুষ্ঠানিকভাবে গ্রীষ্ম শুরু হওয়ার আগেই এসি চালাতে হচ্ছে, ফলে বিদ্যুতের বিল বাড়ছে
সারাদিন পাখা চালালেও যেমন বিদ্যুতের খরচ বাড়ে, তেমনই প্রতিদিন কয়েক ঘণ্টা করে এসি চালালেও বিদ্যুতের বিল বেশি আসে।
510
কীভাবে এসি চালালে বিদ্যুতের বিল নিয়ন্ত্রণে রাখা যায় সেই উপায় জেনে নিন
বিদ্যুতের বিল যাতে বেশি না হয়, সেটি নিশ্চিত করার জন্য এসি চালানোর সময় নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে হয়। না হলেই বিদ্যুতের খরচ বেড়ে যায়।
610
রেফ্রিজারেটরের তাপমাত্রা যেমন থাকে, ঘরের তাপমাত্রা তেমন করা উচিত নয়
বিশেষজ্ঞদের মতে, এসি চালানোর সময় তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা উচিত। তাহলে বিদ্যুতের বিল খুব বেশি হয় না।
710
এসি চালানোর সময় তাপমাত্রা যত কমিয়ে দেওয়া হয় ততই বিদ্যুতের খরচ বেড়ে যায়
২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসে এসি চালালে বিদ্যুতের বিল নিয়ন্ত্রণে রাখা যায়। কিন্তু তার চেয়ে কম তাপমাত্রায় এসি চালালেই বিদ্যুতের বিল বেশি আসে।
810
১৬ বা ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসি চালালে বিদ্যুতের বিল বেশি আসে
অনেকেই প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে তাপমাত্রায় ১৬, ১৮ বা ২০ ডিগ্রি সেলসিয়াসে এসি চালান। এতে বিদ্যুতের বিল বেশি আসে।
910
অনেকে বিদ্যৎ খরচ বাঁচাতে একসঙ্গে এসি ও পাখা চালান, এতে লাভ হতে পারে
অনেকে এসি-র তাপমাত্রা ২৮ বা ৩০ ডিগ্রি সেলসিয়াসে রেখে পাখা চালান। এতে বিদ্যুতের বিলে সাশ্রয় হতে পারে।
1010
এসি চালিয়ে বিদ্যুতের বিল নিয়ন্ত্রণে রাখতে হলে নিয়মিত সার্ভিস করা জরুরি
এসি নিয়মিত সার্ভিস করলে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে বিদ্যুতের বিল কম আসে।