পোকার সাহায্যে বদলানো হত ঠোঁটের রং! কীভাবে লিপস্টিক বানাতেন বাংলার মেয়ে-বউরা, এর বাংলা নামই বা কী?

পোকার সাহায্যে বদলানো হত ঠোঁটের রং! কীভাবে লিপস্টিক বানাতেন বাংলার মেয়ে-বউরা, এর বাংলা নামই বা কী?

Anulekha Kar | Published : Sep 5, 2024 6:01 PM IST
17
ঠিক কবে থেকে সৃষ্টি লিপস্টিকের?

সাজের কথা মাথায় এলেই আগে যেটার নাম আসে সেটা হল লিপস্টিক। লিপস্টিকের রঙ ঠিকঠাক না হলে যেন সাজটাই মাটি হয়ে যায়।

27
ঠিক কবে থেকে সৃষ্টি লিপস্টিকের?

সাজের কথা মাথায় এলেই আগে যেটার নাম আসে সেটা হল লিপস্টিক। লিপস্টিকের রঙ ঠিকঠাক না হলে যেন সাজটাই মাটি হয়ে যায়।

37
ঠিক কবে থেকে সৃষ্টি লিপস্টিকের?

তবে ঠোঁটের রং বদলালেই সৌন্দর্য বাড়বে এমন ধারনা কবে এল মানুষের মনে? লিপস্টিকের সৃষ্টি ঠিক কবে জানেন?

47
ঠিক কবে থেকে সৃষ্টি লিপস্টিকের?

ইতিহাসবিদদের মতে সিন্ধু সভ্যতার সময়তেও ঠোঁটে লিপস্টিকের ব্যবহার প্রচলিত ছিল। তার অনেক প্রমাণ পেয়েছেন ইতিহাসবিদরা।

57
ঠিক কবে থেকে সৃষ্টি লিপস্টিকের?

আগাছা থেকে পাওয়া আয়োডিন ও ব্রোমিন মিশিয়ে ঠোঁটে মেখে রাখতেন মিশরিয়রা । এতেই বদলে যেত ঠোঁটের রং। তখন থেকেই সৃষ্টি লিপস্টিকের।

67
ঠিক কবে থেকে সৃষ্টি লিপস্টিকের?

রানি ক্লিওপেট্রাও ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতেন। মেরুন রঙের বিটল পোকা থেকে তৈরি হত এই আদিম লিপস্টিক।

77
ঠিক কবে থেকে সৃষ্টি লিপস্টিকের?

এর পর থেকেই বাড়তে থাকে লিপস্টিকের জনপ্রিয়তা। ঠোঁটের রঙ বদলানোর ইতিহাস বঙ্গতেও রয়েছে। সিঁদুরের সাহায্যে ঠোঁটের রং বদলাতেন বঙ্গ তনয়ারা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos