প্রতিদিন ডায়েটে তিনটে করে খেজুর রাখুন

  • শুকনো ফল খেজুরের গুণ সাংঘাতিক
  • প্রতিদিন তিনটে করে খেজুর খান
  • খেজুরে থাকে রাফেজ, থাকে মিনারেলস
  • কোষ্ঠাকাঠিন্য়ে দারুণ কাজে দেয় এই খেজুর

ড্রাই ফ্রুট খেজুরের জুড়ি মেলা ভারঅন্য় যেসব তাজা ফল রয়েছে, তার চেয়ে এই শুকনো ফলের ক্য়ালোরি অনেক বেশিএর ক্য়ালোরি আসে মূলত কার্বোহাইড্রেট থেকেপ্রোটিন থাকে খুবই অল্প পরিমাণেএছাড়া কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন, মিনারেল ও যথেষ্ট পরিমাণে ফাইবার থাকেপ্রতি ১০০ গ্রাম খেজুর থেকে ২৭৭ ক্য়ালোরি, ৭৫ গ্রাম কার্বোহাইড্রেট, ৭ গ্রাম ফাইবার, ২ গ্রাম প্রোটিন  পাওয়া যায়এছাড়া পটাশিয়াম, ম্য়াগনেশিয়াম, কপার, ম্য়াঙ্গানিজ, আয়রন ও ভিটামিন-৬ থাকেপর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকায় খেজুর খেলে শরীরে ফাইবারের পরিমাণ বাড়েযা কোষ্ঠকাঠিন্য় দূর করতে সাহায্য় করেখেজুরে থাকা ফাইবার রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য় করেকারণ, ফাইবার হজম হয় ধীরে  ধীরেএই কারণেই তা খাওয়ার পর রক্তে শর্করার পরিমাণ বাড়াকে বাধা দেয় সেই কারণে খেজুরের গ্লাইসেমিক ইনডেক্স কম

খেজুরে প্রচুর পরিমাণে অ্য়ান্টি অক্সিডেন্ট থাকে যার মধ্য়ে ফ্ল্য়াবনয়েডস, ক্য়ারোটিনয়েডস  ও ফেনোলিক অ্য়াসিড উল্লেখযোগ্য়এই সমস্ত অ্য়ান্টি অক্সিডেন্ট থাকার কারণে, আলজাইমার রোগ, কিছু ধরনের ক্য়ানসার, হার্ট ডিজিস, চোখের নানারকম সমস্য়া আর ডায়েবেটিস মোকাবিলা করে

Latest Videos

মনে রাখবেন, খেজুর হল প্রাকৃতিক মিষ্টি বা ন্য়াচারাল সুগার কারণ, এতে থাকে ফ্রুকটোজ এমনি চিনির পরিবর্তে খেজুর খাওয়া তাই অনেক স্বাস্থ্যকর খেজুরে থাকে পর্যাপ্ত পরিমাণে মিনারেলস, বিশেষ করে ফসফরাস, পটাশিয়াম, ম্য়াগনেশিয়াম থাকে এতে এই মিনারেলসগুলো হাড় সংক্রান্ত নানারকম সমস্য়া, যেমন অস্টিওপোরোসিস মোকাবিলায় কাজ করে আপনি চাইলে খেজুর শুধুই খেতে পারেন, অথবা অন্য়কিছুর সঙ্গে মিশিয়ে খেতে পারেনআপনার যা ইচ্ছেতবে নিয়মিত ডায়েটে তিনটে করে খেজুর রাখতে ভুলবেন না

Share this article
click me!

Latest Videos

'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari