কলা খেতে কে না ভালবাসে। কলার উপকারিতার কথা সকলেরই জানা। শরীরে আয়রণের ঘাটতি মেটাতেও কলা ভীষণই উপকারী। .তবে শুধু কলাই নয়, কলা গাছের কোনওকিছুই ফেলে দেওয়ার নয়। কলাপাতা থেকে, মোচা, থোড় সমস্তটাই রান্নার কাছে ব্যবহৃত হয়। বিশেষত কলাপাতায় মোড়া রান্নার স্বাদটাই যেন পুরো আলাদা। কলা গাছের বিশেষ উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। কিন্তু সৌন্দর্য চর্চাতেও যে কলাপাতার বিশেষ গুণ রয়েছে তা হয়তো অনেকেরই অজানা।