করোনার মরশুমে কী কী করতে বলছেন ডাক্তাররা

  • কোনও ম্য়াজিক পিল নেই যা খেলে করোনা আপনাকে হামলা করবে না
  • তবে কিছু সচেতনচা, কিছু অভ্য়েস আপনাকে এর সংক্রমণ থেকে কিছুটা হলেও বাঁচাতে পারে
  • যেমন সিগারেট না-খাওয়া বা একেবােরে কমিয়ে ফেলা, বিশেষ করে যদি আপনি বয়স্ক হন
  • সেইসঙ্গে দিনে একটা করে মাল্টিভিটামিন ক্য়াপসুল, পর্যাপ্ত প্রোটিন আর ব্য়ায়াম খুব জরুরি

এমন কোনও খাবার নেই যা খেলে করোনা আর হামলা করতে পারবে না শরীরে তবে চিকিৎসকরা বলছেন, কিছু কিছু নিয়ম মেনে চললে, করোনার হামলা করার সম্ভাবনা কিছুটা হলেও কমবে

যেমন বলা হচ্ছে, আপনি যদি একটু বয়স্ক হন আর সেইসঙ্গে ধূমপায়ী হন, তাহলে বিপদ ধূমপায়ীদের ফুসফুস, বিশেষ করে যাঁদের আবার সিওপিডি রয়েছে, তাঁদের ফুসফুস করোনাভাইরাসের বড় পছন্দের জায়গা তাই অবিলম্বে ধূমপান ছাড়ুন বা একেবারে কমিয়ে ফেলুন

Latest Videos

গরম জল ভাইরাসের হামলা প্রতিরোধ করবে এমনটা বলা হচ্ছে না ঠিকই কিন্তু ভাইরাস আক্রমণের সম্ভাবনা কিছুটা হলেও কমিয়ে দেবে তাই দিনের মধ্য়ে যতবার পারুন চা খান দুধ সহ্য় না-হলে লিকার চা দু-একবার কফিও চলতে পারে গরমদুধ বা সুপ হলেও আপত্তি নেই এই গরম খাওয়ার ফলে ভাইরাস সহজে হামলা করতে পারবে না

প্রোটিন খান পরিমাণ মতো মাছ পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না সেই চিন্তা করবেন না হাতের কাছে যা পাবেন তা-ই খান মাংস পেলে মাংস নইলে ডিম সোয়াবিন বা নিউট্রিলাতেও খুব প্রোটিন থাকে বিভিন্নরকম ডাল খেতে পারেন চালেডালে বসিয়ে দিতে পারেন মাঝেমধ্য়ে এছাড়া দুধ পেলে দুধ নইলে দই বা ছানা যে কোনও একটা হলেই হবে

একটা ভিটামিন ক্য়াপসুল খান সাধারণত মাল্টিভিটামিন ক্য়াপসুল হলেই ভালো যে কোনও ট্য়াবলেট হাতের কাছে যা পাবেন তা-ই বি-কমপ্লেক্স হলে বেশি ভালো হয় বলে কেউ কেউ বলছেন তবে মাল্টি ভিটামিন ক্য়াপসুলে বি-কমপ্লেক্স থেকে শুরু করে ভিটামিন-সি, সবই ভালো পরিমাণে থাকে

কোনও-না-কোনও ব্য়ায়াম করুন হাঁটা যদি সম্ভব না-হয় যোগাসন করুন নইলে বাড়ির মধ্য়েই কয়েকপাক খান হাত-পা নাড়াচাড়া যাতে বেশি করে হয় সেদিকে খেয়াল রাখুন আর হ্য়াঁ, পর্যাপ্ত বিশ্রাম যাতে হয়, তা নিশ্চিত করুন

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari