Parenting Tips: বাচ্চার পরীক্ষার ফল ক্রমে খারাপ হচ্ছেন, বকা দিয়ে লাভ নেই এতে জেদ বাড়বে, জেনে নিন কী করবেন

Published : Nov 26, 2021, 01:42 PM ISTUpdated : Nov 26, 2021, 01:46 PM IST
Parenting Tips: বাচ্চার পরীক্ষার ফল ক্রমে খারাপ হচ্ছেন, বকা দিয়ে লাভ নেই এতে জেদ বাড়বে, জেনে নিন কী করবেন

সংক্ষিপ্ত

পরীক্ষার (Exam) ফলাফল ক্রমে খারাপ হচ্ছে। তাকে বকা গিয়ে কিংবা মারধর করে কোনও লাভ নেই। বরং, বাচ্চার (Kids) ভুলটা খুঁজে বের করুন। জেনে নিন কী করবেন।   

পরীক্ষার (Exam) ফলাফল ক্রমে খারাপ হচ্ছে। নতুন ক্লাসে উঠেছে আর্য। পড়াশোনায় খুব খারাপ ছিল না ছোট থেকে। কিন্তু, ইদানিং বেশ খারাপ করছে পরীক্ষার ফল। প্রতিটি বিষয়ে একই অবস্থা। একেবারে যে পড়াশোনা (Education) করে না, তা নয়। তবে, রেজাল্ট মোটেই ভালো হচ্ছে না। সব পরীক্ষার ফল খুবই খারাপ হচ্ছে। বাচ্চার এমন হাল দেখে বেশ চিন্তায় মা-বাবা। সারাক্ষণ তাকে বকা দিচ্ছে, উঠতে-বসতে খারাপ রেজাল্ট (Result) নিয়ে কথা শোনাচ্ছে। কিন্তু, কিছুতেই কিছু হচ্ছে না। বাচ্চার এমন অবস্থা হতেই পারে। এক্ষেত্রে, তাকে বকা গিয়ে কিংবা মারধর করে কোনও লাভ নেই। বরং, বাচ্চার ভুলটা খুঁজে বের করুন। জেনে নিন কী করবেন।   

বাচ্চা খারাপ রেজাল্ট করছে তা ঠিকই। তাকে সারাক্ষণ বকা দেবেন না। তাকে শাস্তি দিয়েও লাভ নেই। মারধর দিয়ে লাভ নেই। উলটে খোঁজার চেষ্টা করুন, কেন সে পরীক্ষায় খারাপ ফল করছে। বাচ্চার ভুলগুলো খুঁজে বের করুন। কেন সে পরীক্ষায় খারাপ ফল করছে, তা দেখুন। তাকে মারধর করলে বা শাস্তি (Punishment) দিলে কোনও লাভ হবে না। বরং, কেন খারাপ হচ্ছে তা খুঁজুন। দেখবেন, পড়াশোনায় উন্নতি হবে।    

আরও পড়ুন: Parenting Tips: ক্রমে নেশা গ্রাস করছে যুব সমাজকে, জেনে নিন সন্তানকে রক্ষা করবে কী করে

পরীক্ষায় খারাপ ফল (Result) করছে বলে ভেঙে পড়বেন না। বরং, সতর্ক হন। তার পড়াশোনায় খুঁতগুলো খুঁজে বের করুন। সেগুলো পরিবর্তন করুন। বাচ্চার ভুলগুলো খুঁজে বের করুন। তাকে সতর্ক করুন। তাকে ভুলগুলো ধরিয়ে দিন। তাকে বুঝিয়ে বলুন। মারধর করবেন না। এতে জেদ বেরে যাবে। তবে,  বুঝিয়ে বললে সে নিজের ভুল বুঝতে পারলে দেখবেন পড়াশোনায় সে শুনবে। পড়াশোনায় বাচ্চার উন্নতি হবে।    

আরও পড়ুন: Parenting: নিজের সুবিধার জন্য বাচ্চাকে মোবাইল দেওয়া অনুচিত, মোবাইল থেকে হতে পারে শারীরিক ও মানসিক সমস্যা

ভালো শিক্ষকের কাছে বাচ্চাকে ভর্তি করুন। যে যে বিষয়ে খারাপ ফল করছে, সেই বিষয়ে ভালো শিক্ষক দিন। ভালো গাইডেন্স (Guidance) পেলে বাচ্চার পড়ায় উন্নতি ঘটবে। এদিকে, অনেক বাচ্চার ধৈর্য্য কম। পড়তে বসতে চায় না। পড়ার থেকে খেলার প্রতি আগ্রহ বেশি। এমন হলে, বাচ্চাকে মেডিটেশন (Meditation) করান। তাকে যোগাতে ভর্তি করতে পারেন। এতে বাচ্চার মনোসংযোগ (Concentration) বৃদ্ধি পাবে। মন দিয়ে পড়াশোনা করলে এমনিতেই পরীক্ষার ফল ভালো হবে। সঠিক পথে বাচ্চাকে চালনা করুন। সে যে বিষয় নিয়ে পড়তে চায়, সেই বিষয়ে পড়ান। আপনার ইচ্ছে জোর করে চাপিয়ে দেবেন না।
 

PREV
click me!

Recommended Stories

আপনি কি একজন 'জোম্বি প্যারেন্ট'? তাহলে সাবধান হয়ে যান এখন থেকেই!
কর্মরতা মায়েরা নিজেদের দোষ না দিয়ে কিছু বিষয় খেয়াল রাখুন, এভাবে সন্তানের যত্ন নিন