নিরপেক্ষ কেন্দ্রে সরানো হলে এশিয়া কাপ খেলবে না পাকিস্তান, হুমকি রামিজ রাজার

এশিয়া কাপ নিয়ে বিসিসিআই-এর সঙ্গে পিসিবি-র স্নায়ুযুদ্ধ চলছেই। ২০২৩ ওডিআই বিশ্বকাপ না খেলার হুমকি দেওয়ার পর এবার এশিয়া কাপ থেকেও সরে যাওয়ার হুঁশিয়ারি দিল পিসিবি।

এশিয়া কাপ যদি পাকিস্তানে না হয়, তাহলে এই প্রতিযোগিতায় দল পাঠাবে না পিসিবি। এমনই হুমকি দিলেন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা। তাঁর দাবি, পাকিস্তান থেকে নিরপেক্ষ কেন্দ্র সরানো চলবে না এশিয়া কাপ। কিছুদিন আগেই পিসিবি চেয়ারম্যান বলেছিলেন, ভারতীয় দল যদি পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে না যায়, তাহলে পাকিস্তানও ভারতের মাটিতে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ খেলবে না। এবার এশিয়া কাপ থেকেও সরে যাওয়ার হুঁশিয়ারি দিলেন পিসিবি প্রধান। তিনি শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, 'ভারত যদি পাকিস্তানে খেলতে আসতে না পারে, তাহলে আমরাও এশিয়া কাপে না খেলার কথা ভাবতেই পারি। আমরা এশিয়া কাপ থেকে সরে যেতেই পারি। আমরা এ বিষয়ে ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছি। ভারতীয় দল যদি আমাদের দেশে এশিয়া কাপ খেলতে না আসে, তাহলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আমাদের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব দিলেও সেই প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করা সম্ভব নয়। ভারতীয় দল আমাদের দেশে খেলতে না এলে এশিয়া কাপ আয়োজন করার কোনও মানে হয় না।'

পিসিবি চেয়ারম্যান আরও বলেছেন, 'ভারতীয় দল তো পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি টুর্নামেন্টে খেলছে। এশিয়া কাপ তো বহুদেশীয় প্রতিযোগিতা। এটা তো আর ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ নয়। তাহলে ভারতীয় দলের পাকিস্তানে খেলতে আসতে বাধা কোথায়? আমি ভারতীয় দলের পাকিস্তানে খেলতে না আসার কারণ বুঝতে পারছি না। এশিয়া কাপেও তো পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে ভারত। তাহলে ওরা পাকিস্তানে খেলতে আসবে না কেন?'

Latest Videos

বিসিসিআই সচিব জয় শাহ, যিনি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট, তিনি সম্প্রতি জানিয়ে দিয়েছেন, ভারতীয় দল এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না। এশিয়া কাপ নিরপেক্ষ কেন্দ্রে হবে। জয় শাহের এই মন্তব্যে ক্ষুব্ধ পিসিবি। রামিজ আগেই হুঁশিয়ারি দেন, 'পাকিস্তান যদি আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে যোগ না দেয়, তাহলে কে খেলা দেখবে? আমাদের অবস্থান পরিষ্কার। যদি ভারতীয় দল এখানে খেলতে আসে, তাহলে আমরা বিশ্বকাপে খেলতে যাব। ওরা যদি এখানে খেলতে না আসে, তাহলে ওরা আমাদের ছাড়াই বিশ্বকাপ খেলতে পারে। আমরা এ বিষয়ে আক্রমণাত্মক অবস্থানই নেব।' তিনি ফের এশিয়া কাপ নিয়ে বিসিসিআই-এর উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন। তবে বিসিসিআই-এর অবস্থান বদলাবে বলে কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।

আরও পড়ুন-

পরপর হৃদরোগে আক্রান্ত হচ্ছেন প্রাক্তন ক্রিকেটাররা, আতঙ্ক অস্ট্রেলিয়ায়

ভারত-পাক ম্যাচে বোলারকে নার্ভাস করে দিতে ঘেউ ঘেউ করছিলেন মিঁয়াদাদ, স্মৃতিচারণায় গাভাসকর

টেস্ট ম্যাচের প্রথম দিন ৫০৬ রান, পাকিস্তানের বিরুদ্ধে নতুন রেকর্ড ইংল্যান্ডের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

জমি নিয়ে চরম বিবাদ! তারপর যা হলো দেখলে শিউরে উঠবেন, চাঞ্চল্য Canning-এর Basanti-তে, দেখুন
সতর্ক থাকুন, আজ এই ৪ রাশির দিনটা ভালো কাটবে না! দেখুন আজকের রাশিফল | Rashifal Today | Horoscope
'এদের পুরো টাকাই ফেরত দিতে হবে', প্রমোটার ও কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন Suvendu Adhikari
রায় ঘোষণার পর কোর্টে চিৎকার! বিচারকের সামনে বিস্ফোরক দাবী সঞ্জয়ের | RG Kar latest news | RG Kar Case
'সেদিন নাটক করেছিল মুখ্যমন্ত্রী, একজনের শাস্তি চেয়েছিলেন!' বিস্ফোরক অধীর | Adhir Chowdhury | RG Kar