২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের মতোই এবারের টি-২০ বিশ্বকাপেও চূড়ান্ত ব্যর্থ হয়েছে পাকিস্তান। নিজেদের ব্যর্থতা আড়াল করতে ভারতের সাফল্য খাটো করে দেখানোর চেষ্টা শুরু করেছে পাকিস্তান।
ক্রিকেট দুনিয়ায় চোর হিসেবে পরিচিত পাকিস্তান। একাধিকবার পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে বল-বিকৃতির অভিযোগ উঠেছে। সেই পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক এবারের ভারতীয় দলের বিরুদ্ধে বল-বিকৃতির অভিযোগ করেছেন। কোনও প্রমাণ ছাড়াই ইনজামাম এরকম গুরুতর অভিযোগ আনায় ক্ষুব্ধ ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি ইনজামামের এই অভিযোগ সম্পর্কে প্রশ্নের জবাবে বলেছেন, ‘আমি কী করে এই প্রশ্নের উত্তর দেব? এরকম গরমে খেলা হচ্ছে। উইকেট এত শুকনো। বল তো নিজে থেকেই রিভার্স স্যুইং করছে। সব দলই রিভার্স স্যুইং করাতে পারছে। শুধু আমাদের বোলাররাই রিভার্স স্যুইং করাচ্ছে এমন নয়। মাঝেমধ্যে মস্তিষ্ক কাজে লাগানো দরকার। কোন পরিবেশ-পরিস্থিতিতে ম্যাচ হচ্ছে সেটা বোঝাও জরুরি। আমরা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় খেলছি না।’
কী দাবি ইনজামামের?
ইনজামাম বলেছেন, ‘আর্শদীপ (সিং) যখন ১৫-তম ওভারে বোলিং করছিল, তখন বল রিভার্স স্যুইং করছিল। নতুন বলে কি অনেক আগেই রিভার্স স্যুইং হচ্ছিল? এর অর্থ হল, ১২-১৩ ওভারের মধ্যেই বল রিভার্স স্যুইংয়ের জন্য তৈরি হয়ে গিয়েছিল। ১৫-তম ওভারে রিভার্স স্যুইং হচ্ছিল। আম্পায়ারদের চোখ খোলা রাখা উচিত।’ ইনজামাম আরও বলেছেন, ‘যদি (জসপ্রীত) বুমরা রিভার্স স্যুইং করাত, তাহলে না হয় বোঝা যেত। ওর বোলিং অ্যাকশনে রিভার্স স্যুইং হতে পারে। কিন্তু অন্য কোনও বোলার যখন নির্দিষ্ট অ্যাকশন বা গতিতে রিভার্স স্যুইং করায়, তার অর্থ হল, বিশেষ পদ্ধতিতে বল তৈরি হয়েছে। হয়তো উইকেট শক্ত ও অমসৃণ ছিল। কিন্তু আমাদের পরীক্ষা করে দেখা দরকার।’
হতাশার বহিঃপ্রকাশ, বলছে ক্রিকেট মহল
ক্রিকেট মহলের একাংশের বক্তব্য, পাকিস্তান যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে হেরে টি-২০ বিশ্বকাপে গ্রুপ থেকেই ছিটকে গিয়েছে, সেখানে ভারতের অপরাজিত থেকে সেমি-ফাইনালে পৌঁছে যাওয়া হজম করতে পারছেন না ইনজামাম। এই কারণেই ভারতের সাফল্য খাটো করে দেখানোর চেষ্টা করছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'আসলে ক্রিকেটটা ভারতই চালায়' বিশ্ব ক্রিকেটে ভারতের দাদাগিরি নিয়ে মুখ খুললেন ক্রিস গেইল
সেমিফাইনাল না খেলে সোজা ফাইনালে চলে যেতে পারে ভারত! দুর্ধর্ষ এই সমীকরণ সম্ভব কীভাবে, জানেন?