ওয়ান-ডে ক্রিকেটে ব্যাট-বলের সমতা নেই, ফর্ম্যাটে বদল আনার পক্ষে সওয়াল সচিনের

Published : Apr 21, 2023, 09:15 PM ISTUpdated : Apr 21, 2023, 09:23 PM IST
sachin tendulkar

সংক্ষিপ্ত

টি-২০ ফর্ম্যাট জনপ্রিয় হওয়ার পর অনেকটাই গুরুত্ব হারিয়েছে ওডিআই ফর্ম্যাট। ৫০ ওভারের বদলে ৪০ ওভারের খেলা চালু করার পক্ষে সওয়াল করেছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।

ওডিআই ফর্ম্যাট নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটাররা। তাঁদের মতে, ওডিআই ফর্ম্যাটে সবসময় বাড়তি সুবিধা পান ব্যাটাররা। বোলারদের জন্য তেমন কোনও সুবিধাই নেই। এবার সরাসরি সেই কথাই বলে দিলেন ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে বেশি রান ও শতরানের অধিকারী সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার বলেছেন, ‘টি-২০ ফর্ম্যাটে চোখের পলক ফেলতে না ফেলতেই ম্যাচ শেষ হয়ে যায়। আমার মনে হয়, ক্রিকেটের ৩ ফর্ম্যাটই আলাদা, কিন্তু কোথাও যেন মনে হয়, ওয়ান-ডে ফর্ম্যাট নিয়ে নতুন করে ভাবতে হবে। আমার মনে হয়, ওয়ান-ডে ফর্ম্যাটে ব্যাট ও বলের মধ্যে সমতার অভাব রয়েছে। ব্যাটাররা অনেক বেশি সুবিধা পেয়ে যাচ্ছে। এর বদল দরকার। এভাবে চলতে পারে না।’

সচিন আরও বলেছেন, 'বোলারদের কিছু সুবিধা দিতেই হবে। না হলে এখনকার নিয়মে ওয়ান-ডে ম্যাচ পুরোপুরি ব্যাটারদের খেলা হয়ে যাচ্ছে। দু'টি নতুন বলে খেলা হচ্ছে। ফলে বোলাররা রিভার্স স্যুইং পাচ্ছে না। বলের রং ফিকে হয়ে যাচ্ছে না, বল নরমও হয়ে যাচ্ছে না। এই কারণগুলির ফলে যে দল ফিল্ডিং করছে তাদের উপর চাপ তৈরি হচ্ছে। অতীতে একটি বলেই ৫০ ওভার খেলা হত। ফলে ইনিংসের শেষদিকে বলের রং ফিকে হয়ে যেত। এর ফলে বোলাররা কিছুটা সুবিধা পেত। কিন্তু এখন আর সেই সুবিধা নেই। এছাড়া ফিল্ডিংয়ে বিধিনিষেধও রয়েছে। তার ফলে ব্যাটাররা সুবিধা পায়। আমাদের ব্যাট-বলের অসাম্য দূর করতে হবে। বোলারদেরও কিছু সুবিধা দিতে হবে। বোলাররা এখন কোনওরকম সুবিধাই পাচ্ছে না। নতুন নিয়ম অনুযায়ী ৩০ গজ বৃত্তের মধ্যে ৫ জন ফিল্ডারকে রাখতে হচ্ছে। ফলে বোলারদের আরও অসুবিধা হচ্ছে। আমি কয়েকজন স্পিনারের সঙ্গে কথা বলেছি। ওরা বলছে, বলের লাইন বদলাতে পারে না। একজন অফ-স্পিনার মিডল স্টাম্পের লাইনে বল করতে বাধ্য হয়। ওরা ব্যাটারদের চমক দিতে পারে না। সবাই রক্ষণাত্মক বোলিং করতে বাধ্য হয়। সেই কারণেই আমার মনে হয়, ওয়ান-ডে ফর্ম্যাটে বদল আনতে হবে।'

এর আগে ওডিআই ফর্ম্যাটকে ২৫ ওভার করে ৪টি ইনিংস ভেঙে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন সচিন। ফের সে কথাই বলেছেন এই কিংবদন্তি। তাঁর পরামর্শ, ‘আমি এর আগে ওয়ান-ডে ফর্ম্যাটে সমতা আনার জন্য একটি উপায়ের কথা বলেছিলাম। আমি ২৫ ওভার করে ব্যাটিং ও বোলিং চালু করার কথা বলেছিলাম। সেটা করলে আমার মনে হয় ওয়ান-ডে ফর্ম্যাট আকর্ষণীয় হয়ে উঠবে।’

আরও পড়ুন-

IPL 2023: ভারতে মহেন্দ্র সিং ধোনির চেয়ে বড় ক্রিকেটার কেউ নেই, মত হরভজন সিংয়ের

IPL 2023: রিঙ্কু, মনদীপকে মানসিকতা বদল করতে হবে, মত যুবরাজ সিংয়ের

IPL 2023 : ঘরের মাঠে লখনউয়ের কাছে হেরেও আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান

PREV
click me!

Recommended Stories

Rivaba Jadeja: ভারতীয় ক্রিকেটারদের বদভ্যাস! আমার স্বামী সৎ, দাবি জাদেজার স্ত্রীর
Yashasvi Jaiswal: বিরাট কোহলি নন! যশস্বী জয়সওয়ালের মতে, এই ভারতীয় তারকাই সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার?