জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ ম্যাচে রেকর্ড ভারতের পক্ষে, রবিবারও জয়ই লক্ষ্য রোহিতদের

Published : Nov 05, 2022, 12:49 PM ISTUpdated : Nov 05, 2022, 12:54 PM IST
Rishabh pant, T20 World cup 2022, T20WC 2022, Rishabh Pant injury, Team India, Indian Cricket team, INDvsAUS,

সংক্ষিপ্ত

রবিবার টি-২০ বিশ্বকাপে সুপার ১২ গ্রুপ ২-তে জিম্বাবোয়ের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। সেমি ফাইনালে যেতে গেলে এই ম্যাচ জিততেই হবে ভারতকে।

রবিবার মেলবোর্নে টি-২০ বিশ্বকাপে সুপার ১২ গ্রুপ ২-এর শেষ ম্যাচে জিম্বাবোয়ের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। সেমি ফাইনালে যেতে হলে এই ম্যাচ হারলে চলবে না রোহিত শর্মা, বিরাট কোহলিদের। অন্তত ১ পয়েন্ট পেতেই হবে ভারতকে। তাহলেই শেষ চারে যাওয়া নিশ্চিত হয়ে যাবে। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ ম্যাচে অতীত রেকর্ড ভারতের পক্ষে। দু'দল এখনও পর্যন্ত টি-২০ ম্যাচে ৭বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৫টি ম্যাচই জিতেছে ভারতীয় দল। ২টি ম্যাচ জিতেছে জিম্বাবোয়ে। ফলে মানসিকভাবে এগিয়ে থেকেই খেলতে নামছে ভারত। তবে টি-২০ ম্যাচে আগাম কিছু বলা যায় না। নির্দিষ্ট দিনে যে দল ভাল খেলে, সেই দলই জয় পায়। তাই ম্যাচ জিততে হলে ভারতীয় দলকে ভাল খেলতে হবে। বিরাট এই ম্যাচেও ভারতীয় দলের ভরসা। কে এল রাহুলও ফর্মে ফেরায় স্বস্তিতে ভারত। সূর্যকুমার যাদবও ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। অধিনায়ক রোহিত, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও ভারতীয় দলের ভরসা।

জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে থাকতে পারেন রাহুল, রোহিত, বিরাট, সূর্যকুমার, হার্দিক, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি ও আর্শদীপ সিং। কার্তিক এবারের টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত বড় রান করতে পারেননি। তিনি ফর্মে ফিরলে ভারতীয় দলের লোয়ার অর্ডার শক্তিশালী হবে। অশ্বিন অনেক রান দিচ্ছেন। এটাই ভারতীয় দলের উদ্বেগের বিষয়। অনেকে অশ্বিনের বদলে লেগস্পিনার যুজবেন্দ্র চাহালকে খেলানোর পরামর্শ দিচ্ছেন। তবে চাহাল রবিবার খেলবেন কি না, সেটা এখনও বলা যাচ্ছে না। কার্তিকের বদলে উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে খেলার সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়েও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের গত ম্যাচে বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ভারতীয় দল। বিরাট অসাধারণ ফর্মে। তিনি চলতি টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩ ম্যাচে অপরাজিত অর্ধশতরান করেছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন রোহিত। বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন রাহুল। সূর্যকুমারও ভাল খেলছেন। ফলে ভারতের ব্যাটিং লাইনআপ নিয়ে বিশেষ চিন্তা নেই। বোলারদের অতিরিক্ত রান দেওয়া নিয়েই চিন্তা রয়েছে ভারতের টিম ম্যানেজমেন্টের। রান আটকানোই ভারতের চিন্তা। প্রথমে ব্যাটিং করলে ভারতকে যেমন বড় রান তুলতে হবে, তেমনই আবার বিপক্ষের ব্যাটারদের অল্প রানে আটকে রাখতে হবে। ভারত প্রথমে ফিল্ডিং করতে নামলে বোলারদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। 

মেলবোর্নের পিচ থেকে সুবিধা পেতে পারেন পেসাররা। পিচে পেস ও বাউন্স আছে। সেটাকে কাজে লাগাতে হবে আর্শদীপ, শামি, ভুবনেশ্বরদের।

আরও পড়ুন-

রবিবার ভারত-জিম্বাবোয়ে ম্যাচ, কেমন থাকতে পারে মেলবোর্নের আবহাওয়া?

স্টিভ স্মিথ, বাবর আজমদের চেয়ে এগিয়ে বিরাট কোহলি, জন্মদিনে প্রশংসায় গৌতম গম্ভীর

বিরাট কোহলি ভাল খেললেই ভারতীয় দল বিশ্বকাপ জিতবে, মত রিকি পন্টিংয়ের

PREV
click me!

Recommended Stories

Rivaba Jadeja: ভারতীয় ক্রিকেটারদের বদভ্যাস! আমার স্বামী সৎ, দাবি জাদেজার স্ত্রীর
Yashasvi Jaiswal: বিরাট কোহলি নন! যশস্বী জয়সওয়ালের মতে, এই ভারতীয় তারকাই সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার?