ভারতীয় দলের পাশে থাকতে হবে, বার্তা সচিনের, চাহাল সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ হরভজন

ভারতীয় দল এবারের টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে হেরে যাওয়ার পরেই দেশজোড়া সমালোচনা শুরু হয়েছে। তবে কপিল দেব, সচিন তেন্ডুলকরের মতো প্রাক্তন ক্রিকেটাররা ভারতীয় দলের পাশে থাকার বার্তাই দিয়েছেন।

২০১৬ সালের মতোই এবারও টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনাল থেকে বিদায় নিতে হল ভারতীয় দলকে। আইসিসি টুর্নামেন্টে বারবার ব্যর্থ হচ্ছে ভারত। এবারও ট্রফি এল না। ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে ভারতের টি-২০ বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল। সুপার ১২ গ্রুপ ২-এর শীর্ষে থেকে সেমি ফাইনালে পৌঁছলেও, শেষপর্যন্ত আর ফাইনাল খেলা হল না ভারতের। সুপার ১২-এ ৫ ম্যাচের মধ্যে শুধু দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছিল ভারত। এরপর সেমি ফাইনালে হার। ৬ ম্যাচের মধ্যে ৪টিতে হার। খারাপ পারফরম্যান্স বলা যাবে না। কিন্তু সেমি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে পারলেন না ভারতীয় দলের অধিকাংশ ক্রিকেটার। তার ফলেই এই প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হল। এই হারের পরেও অবশ্য ভারতীয় দলের পাশে থাকার বার্তাই দিয়েছেন প্রাক্তন অধিনায়ক সচিন তেন্ডুলকর। তাঁর ট্যুইট, 'একটি কয়েনের দুটো দিক আছে। জীবনও ঠিক তেমনই। আমরা যদি আমাদের দলের সাফল্যকে নিজেদের সাফল্যে হিসেবে উদযাপন করতে পারি, তাহলে আমাদের দলের ব্যর্থতাকেও মেনে নিতে হবে। জীবনে সাফল্য ও ব্যর্থতা হাত ধরাধরি করেই চলে।'

 

Latest Videos

 

সচিন ভারতীয় দলের সমালোচনা করতে না চাইলেও, তাঁর প্রাক্তন সতীর্থ হরভজন সিং কিন্তু সে পথে হাঁটতে নারাজ। এই প্রাক্তন অফ-স্পিনার চাঁচাছোলা ভাষায় ভারতের দল গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন। লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহালকে কেন একটি ম্যাচেও খেলার সুযোগ দেওয়া হল না, সেই প্রশ্ন তুলেছেন ভাজ্জি। ভারতের হারের জন্য দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলের ব্যর্থতাকেই দায়ী করেছেন হরভজন। সেমি ফাইনাল প্রসঙ্গে এই প্রাক্তন ক্রিকেটার বলেছেন, 'আমরা লড়াইটাই করতে পারিনি। সেটার জন্যই বেশি খারাপ লাগছে। প্রথম ১০-১২ ওভারে ভারতীয় দলের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ওরা ওডিআই ম্যাচে ব্যাটিং করছে। তখনও যেন ৪০ ওভার বাকি ছিল। এই ফর্ম্যাটে কীভাবে খেলতে হয়, সেটা ইংল্যান্ডকে দেখে শেখা উচিত ভারতের। ইংল্যান্ড দল চ্যাম্পিয়নের মতোই খেলেছে। গোটা প্রতিযোগিতাতেই ভারতীয় দলের মানসিকতা দেখে আমি খুব হতাশ হয়েছি। একবারও দেখে মনে হয়নি পাওয়ার প্লে-তে ভারত ৩৫ রানের বেশি করতে পারবে। যুজবেন্দ্র চাহালের মতো চ্যাম্পিয়ন বোলারকে কেন দলে রাখা হল না, তার কারণ আমি জানি না। ও নিশ্চয়ই কাউকে চটিয়েছে, যে কারণে ওকে খেলার সুযোগ দেওয়া হল না। না হলে ওর যা দক্ষতা, তাতে প্রথম পছন্দের স্পিনার হওয়া উচিত।'

আরও পড়ুন-

ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জার হার, টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

বোলিংয়ে ভেদশক্তির অভাব, ফিল্ডিংয়ে গাফিলতির জেরেই টি-২০ বিশ্বকাপে হারল ভারত

বাদ পড়তে পারেন অনেক সিনিয়রই, টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলে আসতে চলছে বদল

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন