বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে সমতা ফেরাল ফ্রান্স, জোড়া গোল কিলিয়ান এমবাপের

বিশ্বকাপ ফাইনালে পরতে পরতে উত্তেজনা। ম্যাচের রং বদলে দিলেন কিলিয়ান এমবাপে।

Web Desk - ANB | Published : Dec 18, 2022 4:50 PM IST / Updated: Dec 18 2022, 10:49 PM IST

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ০-২ গোলে পিছিয়ে পড়েও সমতা ফেরাল ফ্রান্স। জোড়া গোল কিলিয়ান এমবাপের। ৯০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে প্রথম গোল করে সমতা ফেরান এমবাপে। এরপর ৮১ মিনিটের মাথায় তিনিই ফের গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন। আর্জেন্টিনার সমর্থকরা যখন ধরেই নিয়েছিলেন তাঁদের দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে, ঠিক তখনই ম্যাচের রং বদলে দিলেন এমবাপে। এই স্ট্রাইকার ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করেছিলেন। এবার জোড়া গোল করে সমতা ফেরালেন এমবাপে। ফ্রান্স যদি এই ম্যাচ জিতে পরপর ২ বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, তাহলে সবচেয়ে বেশি অবদান থাকবে এমবাপেরই। এবারের বিশ্বকাপে ৭ গোল হয়ে গেল এমবাপের। তিনিই এখন গোল্ডেন বুট জেতার দৌড়ে সবার আগে। লিওনেল মেসি এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত ৬ গোল করেছেন। ফাইনালে প্রথম গোল মেসি করেন।

এদিনের ম্যাচের আগে পর্যন্ত বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি গোল ছিল জিনেদিন জিদানের। এই প্রাক্তন তারকা ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে জোড়া গোল করেন। সেবার প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। এরপর ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালে ইতালির বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করন জিদান। সেবার অবশ্য টাইব্রেকারে হেরে রানার্স হয় ফ্রান্স। ২০১৮ সালে বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৬৫ মিনিটে ফ্রান্সের হয়ে চতুর্থ গোল করেন এমবাপে। সেটাই বিশ্বকাপ ফাইনালে তাঁর প্রথম গোল। এরপর এবারের ফাইনালে জোড়া গোল করে জিদানের নজির স্পর্শ করলেন এমবাপে। 

Latest Videos

এদিনের ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার দাপট ছিল। কিন্তু প্রথমার্ধের শেষদিকে ফ্রান্সের জোড়া ফুটবলার পরিবর্তন এবং দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার পরিবর্তন ম্যাচের গতি বদলে দিল। ৪১ মিনিটে উসমানে ডেম্বেলের পরিবর্তে র‍্যান্ডাল কোলো মুয়ানি এবং অলিভিয়ের জিরুর বদলে মার্কাস থুরামকে মাঠে নামান ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ। এরপর ৬৪ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়াকে তুলে মার্কোস অ্যাকুনাকে নামান আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ডি মারিয়া উঠে যাওয়ার পরেই ফ্রান্সের রক্ষণ চাপমুক্ত হয়ে যায়। ডি মারিয়া যতক্ষণ মাঠে ছিলেন লেফট উইং দিয়ে একের পর এক আক্রমণ করে ফ্রান্সের রক্ষণকে বিব্রত করে দিচ্ছিলেন। কিন্তু তিনি উঠে যেতেই ফ্রান্স পাল্টা আক্রমণ শুরু করে। তার ফলেই ম্যাচে সমতা ফিরিয়ে আনেন এমবাপে।

আরও পড়ুন-

হাওড়ায় বসে মারাদোনা ও মেসিকে নিয়ে গান বাঁধলেন বাংলার প্রাক্তন ফুটবলার

লোথার ম্যাথাউসকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড লিওনেল মেসির

FIFA World Cup : কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জেতার দৌড়ে কোন গোলকিপাররা?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
'পাথর নিয়ে হামলাকারীদের জন্নত নয়, জাহান্নামে পাঠিয়েছি' বিস্ফোরক যোগী আদিত্যনাথ | Yogi Aditiyanath
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today
ঠাকুর দেখার নাম করে যুবতীর সঙ্গে কুকর্ম! আতঙ্ক নরেন্দ্রপুরে! | South 24 Parganas News Today