Sports Awards 2021 - নীরজ-মিতালীরা পাচ্ছেন খেলরত্ন, কারা পাচ্ছেন অর্জুন, দেখুন সম্পূর্ণ তালিকা

২০২১ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপকদের (Sports Awards 2021) তালিকায় আধিপত্য দেখা গেল অলিম্পিক পদকজয়ীদেরই। অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra)-সহ ১২ জন ক্রীড়াবিদ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার (Major Dhyan Chand Khel Ratna Awards 2021) পাচ্ছেন। 
 

প্রত্যাশা মতোই  ২০২১ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপকদের (Sports Awards 2021) তালিকায় আধিপত্য দেখা গেল অলিম্পিক পদক বিজয়ীদেরই। যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রক, মঙ্গলবার জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২১-এর পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করল৷ আগামী ১৩ নভেম্বর, শনিবার বিকাল সাড়ে চারটেয় রাষ্ট্রপতি ভবনের দরবার হলে এক বিশেষ অনুষ্ঠানে, দেশের রাষ্ট্রপতির কাছ থেকে তাঁদের পুরস্কার গ্রহণ করবেন। ক্রীড়া ক্ষেত্রে শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেওয়া এবং পুরস্কৃত করার জন্যই প্রতি বছর জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হয়। 

অ্যাথলিট নীরজ চোপড়া, কুস্তিগীর রবি কুমার দাহিয়া, বক্সার লভলিনা বোরগোহাইন এবং ভারতীয় পুরুষ হকি দলের গোলরক্ষক পিআর শ্রীজেশ এবং অধিনায়ক মনপ্রিত সিং ছাড়া এবার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার (Major Dhyan Chand Khel Ratna Awards 2021) পাচ্ছেন, প্যারা শুটার অবনী লেখারা, প্যারা অ্যাথলিট সুমিত আন্তিল, প্যারা-ব্যাডমিন্টন খেলোয়াড় প্রমোদ ভগত এবং কৃষ্ণ নগর, প্যারা শ্যুটার মণীশ নারওয়াল, মহিলা ক্রিকেটার মিতালি রাজ ফুটবলার সুনীল ছেত্রী - মোট ১২ জন ক্রীড়াবিদ। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মুকুন্দকাম শর্মার নেতৃত্বে বিশিষ্ট ক্রীড়াবিদ এবং অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এক বাছাই কমিটি,  এই বছরের পুরস্কার প্রাপকদের নাম নির্ধারণ করেছে। কমিটির সুপারিশের ভিত্তিতে এবং যথাযথ যাচাইয়ের পর, সরকার নিম্নলিখিত ক্রীড়াবিদ, কোচ এবং সংস্থাদের পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে - 

Latest Videos

মেজর ধ্যান চাঁদ খেল রত্ন পুরস্কার ২০২১
('মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার' দেওয়া হয় বিগত চার বছরে কোনও ক্রীড়াবিদের অসামান্য পারফরম্যান্সের জন্য)

১. নীরজ চোপড়া (অ্যাথলেটিক্স)

২. রবি কুমার (কুস্তি)

৩. লভলিনা বোর্গোহাইন (বক্সিং)

৪. পিআর শ্রীজেশ (হকি)

৫. অবনী লেখারা (প্যারা শুটিং)

৬. সুমিত আন্তিল (প্যারা অ্যাথলেটিক্স)

৭. প্রমোদ ভগত (প্যারা ব্যাডমিন্টন)

৮. কৃষ্ণা নাগর (প্যারা ব্যাডমিন্টন)

৯. মনীশ নারওয়াল (প্যারা শুটিং)

১০. মিতালি রাজ (ক্রিকেট)

১১. সুনীল ছেত্রী (ফুটবল)

১২. মনপ্রীত সিং (হকি)


অর্জুন পুরষ্কার ২০২১ - 
(গত চার বছরে ক্রীড়াক্ষেত্রে ভাল পারফরম্যান্স এবং নেতৃত্বের গুণাবলী এবং শৃঙ্খলাবোধ দেখানোর জন্য দেওয়া হয় 'অর্জুন পুরস্কার')

১. অর্পিন্দর সিং (অ্যাথলেটিক্স)

২. সিমরনজিৎ কৌর (বক্সিং)

৩. শিখর ধাওয়ান (ক্রিকেট)

৪. ভবানী দেবী (ফেন্সিং)

৫. মনিকা (হকি)

৬. বন্দনা কাটারিয়া (হকি)

৭. সন্দীপ নারওয়াল (কাবাডি)

৮. হিমানি উত্তম পরব (মল্লখাম্ব)

৯. অভিষেক ভার্মা (শুটিং)

১০. অঙ্কিতা রায়না (টেনিস)

১১. দীপক পুনিয়া (কুস্তি)

১২. দিলপ্রীত সিং (হকি)

১৩. হরমনপ্রীত সিং (হকি)

১৪. রুপিন্দর পাল সিং (হকি)

১৫. সুরেন্দর কুমার (হকি)

১৬. অমিত রোহিদাস (হকি)

১৭. বীরেন্দ্র লাকড়া (হকি)

১৮. সুমিত (হকি)

১৯. নীলাকান্ত শর্মা (হকি)

২০. হার্দিক সিং (হকি)

২১. বিবেক সাগর প্রসাদ (হকি)

২২. গুরজন্ত সিং (হকি)

২৩. মনদীপ সিং (হকি)

২৪. শামসের সিং (হকি)

২৫. ললিত কুমার উপাধ্যায় (হকি)

২৬. বরুণ কুমার (হকি)

২৭. সিমরনজিৎ সিং (হকি)

২৮. যোগেশ কাঠুনিয়া (প্যারা অ্যাথলেটিক্স)

২৯. নিষাদ কুমার (প্যারা অ্যাথলেটিক্স)

৩০. প্রবীণ কুমার (প্যারা অ্যাথলেটিক্স)

৩১. সুহাশ ইয়াথিরাজ (প্যারা ব্যাডমিন্টন)

৩২. সিংরাজ আধান (প্যারা শুটিং)

৩৩. ভাবিনা প্যাটেল (প্যারা টেবিল টেনিস)

৩৪. হরবিন্দর সিং (প্যারা তীরন্দাজি)

৩৫. শরদ কুমার (প্যারা অ্যাথলেটিক্স)


দ্রোণাচার্য পুরস্কার ২০২১
(ক্রীড়াক্ষেত্রে ব্যতিক্রমী পারফর্ম করা কোচরা পান 'দ্রোণাচার্য পুরস্কার'। দুটি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়। আজীবনের অবদান এবং নিয়মিত বিভাগ)

আজীবন বিভাগ

১. টি.পি. ওসেফ (অ্যাথলেটিক্স)

২. সরকার তালওয়ার (ক্রিকেট)

৩. সর্পাল সিং (হকি)

৪. অশন কুমার (কাবাডি)

৫. তপন কুমার পানিগ্রাহী (সাঁতার)

নিয়মিত বিভাগ:

১. রাধাকৃষ্ণান নায়ার পি (অ্যাথলেটিক্স)

২. সন্ধ্যা গুরুং (বক্সিং)

৩. প্রীতম সিওয়াচ (হকি)

৪. জয় প্রকাশ নৌটিয়াল (প্যারা শুটিং)

৫. সুব্রমনিয়ন রমন (টেবিল টেনিস)


ধ্যানচাঁদ পুরস্কার ২০২১
(ক্রীড়াক্ষেত্রে আজীবনের অবদানের জন্য দেওয়া হয় 'ধ্যানচাঁদ পুরস্কার')

১. লেখা কে.সি. (বক্সিং)

২. অভিজিৎ কুন্তে (দাবা)

৩. দবিন্দর সিং গড়চা (হকি)

৪. বিকাশ কুমার (কাবাডি)

৫. সজ্জন সিং (কুস্তি)

রাষ্ট্রীয় খেলা প্রতিষ্ঠান পুরষ্কার ২০২১
(খেলাধূলার প্রচার এবং উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য কোনও কর্পোরেট সংস্থা বা রাজ্য বা জাতীয় স্তরের ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড বা কোনও এনজিওকে দেওয়া হয় 'রাষ্ট্রীয় খেল প্রতিষ্ঠান পুরস্কার')

১. উদীয়মান এবং তরুণ প্রতিভাদের সনাক্তকরণ এবং লালন-পালনের জন্য -  মানব রচনা শিক্ষা প্রতিষ্ঠান

২. কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির মাধ্যমে খেলাধুলাকে উৎসাহিত করার জন্য -  ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড

মৌলানা আবুল কালাম আজাদ (মাকা) ট্রফি ২০২১
(আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে সামগ্রিকভাবে সেরা পারফরম্যান্সকারী বিশ্ববিদ্যালয় পায় মৌলানা আবুল কালাম আজাদ বা মাকা ট্রফি)

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, চণ্ডীগড়
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি