ভারত ছাড়াও ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজনের দাবিদার একাধিক দেশ, তালিকায় মিশরও

Published : Aug 11, 2024, 09:22 PM ISTUpdated : Aug 11, 2024, 09:54 PM IST
Indian contingent at Paris Olympics 2024 opening ceremony

সংক্ষিপ্ত

২০৩৬ সালে কি ভারতে অলিম্পিক্স আয়োজন করা সম্ভব হবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগ নিলেও, আরও কয়েকটি দেশ ১২ বছর পর অলিম্পিক্স আয়োজনের দাবি জানাতে চলেছে।

ভারতের পাশাপাশি ২০২৩৬ সালে অলিম্পিক্স আয়োজনের দাবি জানাতে চলেছে মিশর। একইসঙ্গে ২০৪০ সালের অলিম্পিক্স আয়োজনের দাবিও জানাতে চলেছে মিশর। পিরামিড, স্ফিংসের দেশে ক্রীড়া পরিকাঠামো উন্নত করা হচ্ছে। অলিম্পিক্সের মতো বড়মাপের প্রতিযোগিতা আয়োজন করতে হলে সারা বিশ্বের ক্রীড়াবিদদের অনুশীলনের জন্য উপযুক্ত জায়গা দিতে হবে। সে কথা মাথায় রেখেই পরিকাঠামোর উন্নতি করছে মিশর। আধুনিক অলিম্পিক্সের ইতিহাসে কখনও আফ্রিকায় গেমস আয়োজন করা হয়নি। আফ্রিকার প্রথম দেশ হিসেবে অলিম্পিক্স আয়োজনের উদ্যোগ নিচ্ছে মিশর। রবিবার এই খবর জানিয়েছেন আফ্রিকান ন্যাশনাল অলিম্পিক কমিটিজ অ্যাসোসিয়েশনের প্রধান মুস্তাফা বেরাফ। ফলে ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজনের লড়াই অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।

আফ্রিকায় প্রথমবার হবে অলিম্পিক্স?

২০০৮ সালে অলিম্পিক্স আয়োজনের দাবি জানিয়েছিল মিশর। কিন্তু সেবার চিন বাজিমাত করে। ২৮ বছর পর ফের অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব পাওয়ার চেষ্টা করতে চলেছে মিশর। প্যারিস অলিম্পিক্সের শেষ দিন সাংবাদিক বৈঠকে মুস্তাফা জানিয়েছেন, '২০৩৬ ও ২০২৪ সালের অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব পাওয়ার জন্য দাবি জানাবে মিশর।' আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ মিশর। গত কয়েক বছরে কোটি কোটি মার্কিন ডলার খরচ করে স্টেডিয়াম, স্পোর্টস কমপ্লেক্স তৈরি করেছে মিশর। আফ্রিকার এই দেশের ক্রীড়া পরিকাঠামো অত্যাধুনিক করে তোলা হচ্ছে। মিশরের রাজধানী কায়রোয় ইন্টারন্যাশনাল অলিম্পিক সিটি কমপ্লেক্স তৈরি করা হয়েছে। এখানে ৯৩,০০০ দর্শকবিশিষ্ট স্টেডিয়াম ও ২১টি অন্য ক্রীড়া কেন্দ্র গড়ে তোলা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকাকে টেক্কা দিতে পারবে মিশর?

আফ্রিকার শহরগুলির মধ্যে অলিম্পিক্স আয়োজনের সম্ভাবনা সবচেয়ে বেশি দক্ষিণ আফ্রিকার কেপ টাউন ও কায়রোর। উন্নত পরিকাঠামোর মাধ্যমে কেপ টাউনকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে কায়রো।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্যারিসে রুপো পাওয়ার নতুন পরিকল্পনা, জ্যাভলিন থ্রোয়ে উন্নতির লক্ষ্যে নীরজ

পরিবার চাইলেও হরিয়ানা সরকারের দেওয়া চাকরি নিচ্ছেন না, কী পরিকল্পনা সরবজ্যোতের

রবিবার নয়, ভিনেশ ফোগটের আর্জির বিষয়ে রায় দেওয়া হবে মঙ্গলবার, জানাল সিএএস

PREV
click me!

Recommended Stories

IND vs NZ T20: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে কেমন হতে পারে ভারতীয় দল?
IPL 2026: এবার আইপিএলে এআই-এর প্রবেশ? গুগল জেমিনির সঙ্গে বিসিসিআই-এর রেকর্ড অঙ্কের চুক্তি