প্যারিস অলিম্পিক্সে কুস্তিতে কোনও পদক পেল না ভারত। মহিলাদের ৫৩ কেজি বিভাগের ফাইনালে পৌঁছে যাওয়ার পরেও বাতিল হয়ে গেলেন ভিনেশ ফোগট। তাঁর এভাবে ছিটকে যাওয়া নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে।
রবিবার প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে লড়াই করার কথা ছিল। কিন্তু তার আগেই মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল হয়ে গেলেন ভারতের অভিজ্ঞ কুস্তিগীর ভিনেশ ফোগট। মঙ্গলবার তাঁর ওজন ঠিকই ছিল। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই কী করে ১০০ গ্রাম ওজন বেশি হয়ে গেল? সারা দেশে ভিনেশের অলিম্পিক্স থেকে ছিটকে যাওয়া নিয়ে আলোচনা চলছে, তখন পশ্চিমবঙ্গ কুস্তি সংস্থার সচিব অসিত সাহা জানালেন, 'অলিম্পিক্সের নিয়ম অনুযায়ী, ২ দিন ধরে প্রতিযোগিতা চলে। ২ দিনই লড়াই শুরু হওয়ার আগে ওজন নেওয়া হয়। আমাদের জাতীয় প্রতিযোগিতা বা বিশ্ব চ্যাম্পিয়নশিপের চেয়ে অলিম্পিক্সের নিয়ম আলাদা। অলিম্পিক্সের নিয়ম অত্যন্ত কঠোর। নির্দিষ্ট ওজনের চেয়ে ১ গ্রাম বেশি ওজন হলেই সংশ্লিষ্ট কুস্তিগীরকে বাতিল করে দেওয়া হয়। ওজনের ক্ষেত্রে কোনওরকম ছাড় দেওয়া হয় না।'
কীভাবে ওজন বাড়ল ভিনেশের?
মঙ্গলবার ভিনেশের ওজন ছিল পুরো ৫০ কেজি। কিন্তু বুধবার তাঁর ওজন দেখা গেল ৫০ কিলো ১০০ গ্রাম। রাতারাতি কীভাবে ওজন বাড়ল? পশ্চিমবঙ্গ কুস্তি সংস্থার সচিব ভিনেশের কোচ, ডাক্তার, ডায়েটিশিয়ানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। তাঁর বক্তব্য, ‘এই ঘটনায় কেউই দায় এড়াতে পারেন না। কোচকে তো দায়িত্ব নিতেই হবে। ডাক্তার, ডায়েটিশিয়ানেরও কী ভূমিকা ছিল জানি না। ওজন করার জন্য আধ ঘণ্টা সময় থাকে। মূল জায়গায় যাওয়ার আগে ওজন দেখে নিয়ে সেই অনুযায়ী ওজন কমানোর ব্যবস্থা করা যেত। কিন্তু সেটা নিশ্চয়ই করা হয়নি। এই ঘটনায় আমরা সবাই হতাশ।’
নিশ্চিত পদক হাতছাড়া
প্যারিস অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করে ফেলেছিলেন ভিনেশ। কিন্তু বাতিল হয়ে যাওয়ায় তিনি পদক পেলেন না। এ প্রসঙ্গে অসিতবাবু বলেছেন, 'ভিনেশ বাতিল হয়ে যাওয়ায় সারা দেশ হতাশ। ওর এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের সবারই আশা ছিল ও পদক পাবে। কিন্তু সেটা হল না।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
প্রি-কোয়ার্টার ফাইনালে হার অন্তিম পাংহালের, কুস্তিতে এবার পদকহীন ভারত
প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাবাহক হচ্ছেন মনু ভাকের