প্যারালিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে অবনী লেখারা, মোনা আগরওয়াল

বুধবার উদ্বোধনের পর বৃহস্পতিবার প্যারিস প্যারালিম্পিক্সের বিভিন্ন ইভেন্ট শুরু হয়েছে। এখনও পর্যন্ত পদক জিততে পারেনি ভারত। তবে শুক্রবার দ্বিতীয় দিন একাধিক পদকের আশা তৈরি হয়েছে।

প্যারিস প্যারালিম্পিক্সের দ্বিতীয় দিন মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ১ ইভেন্টের ফাইনালে পৌঁছে গেলেন ভারতের প্যারা শ্যুটার অবনী লেখারা ও মোনা আগরওয়াল। টোকিও প্যারালিম্পিক্সে এই ইভেন্টে সোনা জিতেছিলেন অবনী। এবারও সোনা জয়ের লক্ষ্যে এই শ্যুটার। শুক্রবার কোয়ালিফাইং রাউন্ডে দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে পৌঁছে গেলেন অবনী। পঞ্চম স্থানে থেকে ফাইনালে পৌঁছে গেলেন মোনা। কোয়ালিফাইং রাউন্ডে মোট ১৭ জন প্যারা শ্যুটার ছিলেন। তাঁদের মধ্যে প্রথম ৮ জন ফাইনালের যোগ্যতা অর্জন করলেন। শুক্রবারই ফাইনাল হবে। ফলে এই ইভেন্ট থেকে একাধিক পদক পেতে পারে ভারত। অবনী ফের সোনা জিতবেন বলে আশায় সারা দেশ।

অসাধারণ পারফরম্যান্স অবনীর

Latest Videos

শুক্রবার দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালের যোগ্যতা অর্জন করলেন অবনী। তিনি ৬২৫.৮ স্কোর করে দ্বিতীয় স্থানে থাকেন। মাত্র ০.২ পয়েন্টের জন্য প্যারালিম্পিক্সে রেকর্ড গড়তে পারলেন না এই ভারতীয় প্যারা শ্যুটার। ফাইনালে আরও ভালো পারফরম্যান্স দেখিয়ে সোনা জেতাই অবনীর লক্ষ্য। তাঁর পাশাপাশি মোনাও পদক জয়ের লক্ষ্যে লড়াই করছেন। তিনি ৬২৩.১ স্কোর করে পঞ্চম স্থানে থেকে ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন। প্যারালিম্পিক্সে নতুন রেকর্ড গড়ে শীর্ষস্থানে থেকে ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন ইউক্রেনের প্যারা শ্যুটার ইরিনা শেৎনিক। তিনি ৬২৭.৫ স্কোর করেন। ফলে সোনা জিততে হলে অবনীকে আরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

সোনা ধরে রাখার লক্ষ্যে অবনী

অবনী বলেছেন, ‘আমরা খুব ভালো পরিবেশে আছি। আমরা নিজেদের কাজ ঠিকমতো করে যেতে চাইছি। ফল নিয়ে কিছু ভাবছি না। ভালো ফলের আশা সবসময়ই থাকবে। সেই প্রত্যাশা আমাকে অনুপ্রাণিত করে। এই অনুপ্রেরণা থেকেই আমি সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্যারালিম্পিক্সে অসাধারণ লড়াই, বিশ্বরেকর্ড গড়েও ধরে রাখতে পারলেন না শীতল দেবী

১৪ বছর বয়সেই ১০.৩ সেকেন্ডে ১০০ মিটার দৌড়, উসেইন বোল্টের রেকর্ড ভাঙতে পারবেন ডিভাইন ইহেমে?

'খেলায় সাহায্য করতে বদ্ধপরিকর সরকার,' জাতীয় ক্রীড়া দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'কে মরল ওনার কি! স্বাস্থ্যমন্ত্রীর গোটা পরিবার বিদেশে চিকিৎসা করায়' তোপ শুভেন্দুর |Suvendu Adhikari
‘আপনার বাড়ির পাশেই জঙ্গি থাকে আপনি জানবেন না’ বিস্ফোরক মন্তব্য Agnimitra Paul-এর, দেখুন
Baghajatin-এ চোখের সামনেই ধসে পড়লো আস্ত চারতলার ফ্ল্যাট! #shorts #shortsfeed #shortsviral
Live : MahaKumbh 2025 | শুরু মহাকুম্ভ ২০২৫, শুরু পুণ্য স্নান, দেখুন সরাসরি | Makar Sankranti
Kolkata-এ ফের নির্মাণ বিপর্যয়! Dankuni-তে ব্রিজ ভেঙে চরম বিপত্তি, দেখুন | Kolkata News | Hooghly