মোবাইল স্মার্টফোনের পর স্মার্ট টিভির বাজারে প্রবেশ নোকিয়ার, লঞ্চ ৪ জুন বৃহস্পতিবার

  • ভারতে ৪ জুন ৪৩ ইঞ্চি স্ক্রিনের নোকিয়া স্মার্ট টিভি লঞ্চ হতে চলেছে
  • টিভি ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি হবে
  • টিভির আনুমানিক দামও প্রকাশ করেছে সংস্থাটি
  • মার্চ মাস থেকে ৪৩ ইঞ্চি টিভির টিজার দেখা গিয়েছে

এইচএমডি গ্লোবাল এর তরফ থেকে জানা গিয়েছে,যে ভারতে ৪ জুন ৪৩ ইঞ্চি স্ক্রিনের নোকিয়া স্মার্ট টিভি লঞ্চ হতে চলেছে। আপাতত এই টিভি ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি হবে। এর পাশাপাশি টিভির আনুমানিক দামও প্রকাশ করেছে সংস্থাটি। জানা গিয়েছে, যে এর দাম হতে পারে ৩১ হাজার থেকে ৩৪ হাজার টাকার মধ্যে। নোকিয়া ওয়েব সাইটে অবশ্য মার্চ মাস থেকে ৪৩ ইঞ্চি টিভির টিজার দেখা গিয়েছিল। তবে লকডাউনের কারণে এর লঞ্চ এর তারিখ পিছিয়ে যায় বলে অনুমান।

নোকিয়া ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি-

Latest Videos

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ৪ জুন ২০২০ বৃহস্পতিবার ভারতের বাজারে লঞ্চ হবে নোকিয়ার স্মার্ট টিভি। নতুন স্মার্ট টিভির দামের অনুমান ৩১ হাজার থেকে ৩৪ হাজার টাকার মধ্যে থাকবে। এটি কেবলমাত্র ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানা গিয়েছে। তবে দাম এবং অফারের সঠিক তথ্য লঞ্চের সময় বিস্তারিত ভাবে জানানো হবে। এই টিভির বিশেষত্ব হল এতে জেবিএল অডিও এবং ডলবি ভিশন এর সুবিধা রয়েছে। গত বছরে ডিসেম্বর মাসে ৫৫ ইঞ্চির একটি মডেল টিভি চালু করেছিল নোকিয়া, যার দাম ছিল ৪১,৯৯ টাকা।

নোকিয়া স্মার্ট টিভি স্পেসিফিকেশন-

নোকিয়ার ৪৩ ইঞ্চির স্মার্ট টিভি অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমের সুবিধা থাকবে। 
৪৩ ইঞ্চি এই মডেলটি দেখতে ৫৫ ইঞ্চি মডেলটির মতোই। এর সঙ্গে স্লিম বেজেল এবং ভি-আকৃতির স্ট্যান্ড পাওয়া যাবে।
এর স্পেসিফিকেশনগুলিও প্রায় ৫৫ ইঞ্চি মডেলের মতোই হবে। ৫৫ ইঞ্চি ভেরিয়েশনটির দাম ৪১৯৯৯ টাকা এবং এতেও অ্যান্ড্রয়েড ৯ পাই রয়েছে। 
এটি একটি কোয়াডকোয়ার প্রসেসর, এতে রয়েছে মালি -৪৫০ এমপি জিপিইউ, ২,২৫ জিবি র‌্যাম এবং ১৬ জিবি স্টোরেজ এর সুবিধা।
এতে ১২ ওয়াটের এর দুটি স্পিকার রয়েছে যা ডলবি অডিও এবং ডিটিএস ট্রু এর ডিজাইন রয়েছে।
৫৫ ইঞ্চি মডেলের নেটফ্লিক্স, ইউটিউব, ডিজনি প্লাস হটস্টার এবং প্রাইম ভিডিওর মতো অ্যাপ্লিকেশনের এর সাপোর্ট রয়েছে। এই অ্যাপ্লিকেশনগুলিও ৪৩ ইঞ্চি মডেলেও সাপোর্ট করবে। আশা করা যাচ্ছে এই টিভিতে বিল্ট-ইন ক্রোমকাস্ট এবং ব্লুটুথ সংস্করণ ৫.০ এর সুবিধা থাকতে পারে।

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today