পাশে স্বামী অভিষেক বচ্চন আর রাই সুন্দরীর পরনে একটি লাল পোশাক। সঙ্গে ভারী কাজ করা দোপাট্টা। এই ভাবেই মুকেশ অম্বানির পরিবারের এক সদস্যের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যান্টিলিয়ায়।
পাশে স্বামী অভিষেক বচ্চন আর রাই সুন্দরীর পরনে একটি লাল পোশাক। সঙ্গে ভারী কাজ করা দোপাট্টা। এই ভাবেই মুকেশ অম্বানির পরিবারের এক সদস্যের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যান্টিলিয়ায়। সেই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই ঐশ্বর্য রাইয়ের দ্বিতীয়বার মা হওয়ার জল্পনা উস্কে দিয়েছে সোশ্যাল মিডিয়া ।
অনেকেই বলেছেন ওজন বেড়েছে ঐশ্বর্যের। তা লুকিয়ে রাখতেই ঢিলে লাল পোশাক পরেছিলেন তিনি। কিন্তু এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি বচ্চন পুত্রবধূ। যদিও তিনি আগেই এজাতীয় গসিপের উত্তরে বলেছিলেন অপ্রয়োজনীয় বিয়ন নিয়ে তিনি চিন্তা করতে নারাজ। যাইহোক যে লাল পোশাক নিয়ে এত জল্পনা সেটি তৈরি করেছেন ডিসাইনার সব্যসাচী। বলিউডের সব অভিনেত্রী তাঁর তৈরি পোশাক পরতে পছন্দ করেন। ঐশ্বর্যের পোশাক ছিল গোড়ালি অবধি কুর্তা, ম্যাচিং দোপাট্টা আর ট্রাউজার্স। কিন্তু ওড়না ছিল প্রচুর কাজ করা। পার্টিতে তাঁর দিক থেকে চোখ ফেরানো ছিল কঠিন।