হাতে আর মাত্র দুটো দিন, মুক্তির পথে 'গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি'। ছবির প্রচারে রাত দিন এক করছেন আলিয়া ভাট। বার্লিন থেকে ফিরেই সোমবার কলকাতা সফরে আসেন তিনি। খবরের শিরোনামে বারে বারে জায়গা করে নিয়েছে এই ছবি।
হাতে আর মাত্র দুটো দিন, মুক্তির পথে 'গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি'। ছবির প্রচারে রাত দিন এক করছেন আলিয়া ভাট। বার্লিন থেকে ফিরেই সোমবার কলকাতা সফরে আসেন তিনি। খবরের শিরোনামে বারে বারে জায়গা করে নিয়েছে এই ছবি। ট্রেলার মুক্তির পরই তা নেট দুনিয়ায় হয়ে উঠেছিল ভাইরাল। করোনা ভয় কাটিয়ে অবশেষে মুক্তির পথে 'গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি'। সাদা শাড়িতে এদিন তিলত্তমায় দেখা গিয়েছে আলিয়া ভাটকে। আধো আধো বাংলায় কথাও বলতে শোনা গিয়েছে তাঁকে। সবার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন 'কেমন আছ সবাই'। অনুষ্ঠানের মাঝেই হাতে তুলে নেন জলভরা তালশাস সন্দেশ। ছবির ট্রেলার থেকে শুরু করে ধাপে ধাপে সামনে আসছে গাঙ্গুর ভিন্ন সেড, প্রথমে দাপট, তারপর অতীত ঘিরে একাধিক উঠা-পড়ার গল্পে, আর গানে গানে এবার সামনে এল ছবিতে আলিয়া ও সন্দীপের রোম্যান্স। কলকাতায় এসে পেছন ঘুরে হাত জোর করে সকলকে গাঙ্গু লুকে আলিয়া জানালেন প্রণাম।