কম বেশি সব সেলেবরাই সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ। হামেশাই তাঁদের নানান অ্যাকটিভিটি নজর কাড়ে নেটাগরিকদের। তারকাদের ফিটনেসের রহস্যও উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। হৃত্বিক রোশনের ফিটনেসের তারিফ করেন অনেকেই।
কম বেশি সব সেলেবরাই সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ। হামেশাই তাঁদের নানান অ্যাকটিভিটি নজর কাড়ে নেটাগরিকদের। তারকাদের ফিটনেসের রহস্যও উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। হৃত্বিক রোশনের ফিটনেসের তারিফ করেন অনেকেই। কখনও নিজেকে ফিট রাখতে তাঁকে দেখা যায় নাচ করতে। কখনও আবার জোর কদমে চলে তাঁর শরীরচর্চা। ১০ জানুয়ারি জন্মদিন হৃত্বিক রোশনের। জন্মদিনে অবশ্য তাঁর বিশেষ কোনও পোস্ট দেখা যায়নি। তবে নিজের ফিটনেসের ব্যাপারে যথেষ্ট সটেতন হৃত্বিক তাই অন্যান্যদিনের মতোই জন্মদিনের শুরুটা যে তাঁর শরীরচর্চা দিয়েই হবে তা আশা করাই যায়। সারা বছর হৃত্বিক ট্রেডমিলে দৌড়ান এছড়াও ওজন তুলতে পছন্দ করেন হৃত্বিক। প্রতিদিন স্টেচও করে থাকেন তিনি। এছাড়াও নিজেকে ফিট রাখতে প্রয়োজন যথাযত ডায়েট করা। তাই ডায়েটও করেন হৃত্বিক। শরীরচর্চার পাশাপাশি নাচও তিনি করেন যা শরীর ফিট রাখতে বেশ সাহায্য করে।