ছবির প্রচারে কলকাতায় এসে মন জয় করে নিলেন আয়ুষ্মান খুরানা। ২৭ মে মুক্তি পাচ্ছে অনিক, তার আগে কলকাতার নিউটাউনে হল প্রচার। অনিকের বিষয় উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, বললেন আয়ুষ্মান। আয়ুষ্মান এই ছবিতে একজন আন্ডারকভার সরকারি এজেন্ট হিসাবে কাজ করেছেন। অনিক-এ আয়ুষ্মান-এর অভিনীত চরিত্রের নাম জোসুয়া।
ছবির প্রচারে কলকাতায় এসে মন জয় করে নিলেন আয়ুষ্মান খুরানা। ২৭ মে মুক্তি পাচ্ছে অনিক, তার আগে কলকাতার নিউটাউনে হল প্রচার। অনিকের বিষয় উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, বললেন আয়ুষ্মান। আয়ুষ্মান এই ছবিতে একজন আন্ডারকভার সরকারি এজেন্ট হিসাবে কাজ করেছেন। অনিক-এ আয়ুষ্মান-এর অভিনীত চরিত্রের নাম জোসুয়া। আয়ুষ্মান-এর কাজ ছিল এই বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর সঙ্গে সরকারের সমঝোতা করানো। ছবির কাহিনির ঘটনাপ্রবাহে কীভাবে এগোচ্ছে কাহিনি তা ছবি মুক্তির পর জানা যাবে। অনিক-এ আয়ুষ্মান খুরানা ছাড়াও রয়েছেন সত্যা খ্যাত নায়ক চক্রবর্তী। অনিক-এর পরিচালক অনুভব সিনহা, ছবির অনেকটা শ্যুটিং উত্তর-পূর্ব ভারতে হয়েছে। ছবির বিষয়ে এদিন একাধিক কথা বলেন আয়ুষ্মান, হিন্দি ভাষা বিতর্কেও উত্তর দেন। সম্প্রতি হিন্দিকে জাতীয় ভাষা করা উচিত বলে মন্তব্য করেছিলেন অমিত শাহ। হিন্দিকে জাতীয় ভাষার কারার উদ্যোগ নিয়ে ইতিমধ্যে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। অজয় দেবগণও হিন্দিকে জাতীয় ভাষা করার পক্ষে সওয়াল করে বিতর্ক বাড়িয়েছেন। অজয় দেবগণকে আবার পাল্টা উত্তর দিয়েছিলেন দক্ষিণের এক জনপ্রিয় নায়ক। অনিক ছবির সঙ্গে অবশ্যই জড়িয়ে রয়েছে দেশের ভাষাগত বিভেদের মানসিকতাও। আয়ুষ্মান হিন্দি ভাষা বিতর্কে উত্তর দিতে গিয়ে আঞ্চলিক ভাষার অস্তিত্ব রক্ষায় সওয়াল করেছেন। আয়ুষ্মান খুরানার মতে ভাষা একটা জাতির পরিচয়, সুতরাং হিন্দি কোনওভাবেই চাপিয়ে দেওয়া ঠিক নয়। অনিকের এই প্রচার অনুষ্ঠানে সকলের অনুরোধে গানও গান আয়ুষ্মান খুরানা। অনুষ্ঠান শেষে ভক্তদের সই বিলানোর সঙ্গে সঙ্গে তাঁদের কাছ থেকে উপহারও গ্রহণ করেন। ভক্তদের সঙ্গে আবার সেলফি তোলেন আয়ুষ্মান খুরানা।