সব সময় হাসিখুশি থাকতে দেখা যায় রশ্মিকা মন্দনা-কে। হাসি যেন তাঁর মুখ থেকে কখনও সরে না। রশ্মিকা নিজেই জানালেন সব সময় কী করে হাসিখুশি থাকেন তিনি। হাতে জলের গ্লাস নিয়ে এক মজার ভিডিও শেয়ার করলেন তিনি।
পুষ্পা ছবির মুক্তির পর থেকে রশ্মিকা এখন মন্দনা বেশ জনপ্রিয়। সব সময় হাসিখুশি থাকতে দেখা যায় রশ্মিকা মন্দনা-কে। হাসি যেন তাঁর মুখ থেকে কখনও সরে না। রশ্মিকা নিজেই জানালেন সব সময় কী করে হাসিখুশি থাকেন তিনি। হাতে জলের গ্লাস নিয়ে এক মজার ভিডিও শেয়ার করলেন তিনি। হাসিখুশি থাকার রহস্যটাকে তবে গোপনই রাখলেন তিনি। প্রসঙ্গত, রশ্মিকা জাদুতে বুঁদ এখন নেট দুনিয়া। মুক্তি পাওয়ার পর থেকে তাঁর নতুন ছবি 'পুস্পা'। তাঁর অভিনীত এই ছবি রীতিমতো ঝড় তুলেছে বিনোদন জগতে। সোশ্যাল মিডিয়ায় তাঁরই নানান মজার ভিডিও উঠে এসেছে। ইনস্টাগ্রাম খুললেই দেখা যায় তাঁর নানান ভিডিও। কখনও তাঁকে দেখা যায় নিজের পোষ্যর সঙ্গে সময় কাটাতে। কখনও আবার নাচে মজেন অভিনেত্রী। তাঁর এই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দু'জনকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও নিজেই পোস্ট করেছেন অভিনেত্রী।