উদ্দাম নাচে মাতলেন মালাইকা আরোরা। তাঁর সঙ্গে নাচতে দেখা গেল টেরেন্স লুইসকেও। সোশ্যাল মিডিয়া কাঁপানো নোরার ভিডিওয় বুঁদ নেটাগরিকরা। নানান স্টেপে নাচ, নেট দুনিয়ায় ঝড় তুললেন নোরা।
উদ্দাম নাচে মাতলেন মালাইকা আরোরা। তাঁর সঙ্গে নাচতে দেখা গেল টেরেন্স লুইসকেও। সোশ্যাল মিডিয়া (Social media) কাঁপানো নোরার ভিডিওয় বুঁদ নেটাগরিকরা। নানান স্টেপে নাচ, নেট দুনিয়ায় ঝড় তুললেন নোরা (Nora Fatehi)। নাচতে নাচতে চোখের নিমেষে বদলে গেল তাঁর পোশাক। খালি গায়ে, ছোট প্যান্টে ক্যামেরায় ধরা দিলেন টাইগার (Tiger Shroff)। হাড় কাঁপানো ঠান্ডার মাঝেই ছুটে চলছেন অভিনেতা। হৃত্বিকের (Hrithik Roshan) নাচের তারিফ করেন অনেকেই। জিমের মধ্যেই এবার নাচতে দেখা গেল অভিনেতাকে। রকমারি স্টেপে নাচতে দেখা গেল তাঁকে। বড়দিনের আগে উৎসবের মেজাজে সানিয়া মালহোত্রা। মনের আনন্দে সানিয়া (Sanya Malhotra) উঠলেন নেচে। সদ্য মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন হারনাজ। খেতাব জেতার পর প্রথম দিনটা কেমন ছিল তাঁর। সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে এল সেই ছবি।