হরিশচন্দ্রপুরে ফের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, মাটিতে ফেলে চলল লাথি, চড়-ঘুষি

  • সামনেই বিধানসভা নির্বাচন
  • তার আগে ফের উত্তপ্ত মালদার হরিশ্চন্দ্রপুর
  • ফের শাসকদলের গোষ্ঠী কোন্দল 
  • মাটিতে ফেলে চলল লাথি, চড় - ঘুষি
  • অন্যদিকে, প্রশাসনের দিকে আঙুল তুলছে বিজেপি 
     

গোষ্ঠী দ্বন্দ্বকে কেন্দ্র করে ফের উত্তপ্ত মালদার হরিশ্চন্দ্রপুর। সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগে বারবার উঠে আসছে এই ঘটনা। বৃহস্পতিবার রাতে সেখানে ঘটে এই ঘটনা। যুব তৃণমূলের দুই কর্মীকে মাটিতে ফেলে চলে লাথি, চড় - ঘুষি। গুরুতর আহত অবস্থায় তাদের ভর্তি করা হয় হাসপাতালে। অপর গোষ্ঠীর দাবি এই ঘটনার সবটাই সাজানো। ঘটনাকে ভিত্তিহীন বলেও দাবি করেছেন সেখানকার যুব তৃণমূল সভাপতি। তিনি বলেন, বিজেপির হয়ে কাজ কারছেন ওঁরা। নিজেরাই গন্ডোগোল সৃষ্টি করে তৃণমূলের দিকে আঙুল তুলছে। অন্যদিকে, প্রশাসনের দিকে আঙুল তুলছে বিজেপি। প্রশাসনের সামনেই সবটা ঘটছে অথচ চুপ করে রয়েছে তারা, এমনটাই অভিযোগ উঠে আসছে প্রশাসনের বিরুদ্ধে।   

02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ08:54বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন শুভেন্দু02:24Bangladesh : বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা03:06হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু02:32মমতার প্রশাসনকে বেলাগাম তুলোধোনা অগ্নিমিত্রা পালের, দেখুন কী বললেন বিজেপি নেত্রী04:53Suvendu Adhikari : পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত! দেখুন