গোষ্ঠী দ্বন্দ্বকে কেন্দ্র করে ফের উত্তপ্ত মালদার হরিশ্চন্দ্রপুর। সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগে বারবার উঠে আসছে এই ঘটনা। বৃহস্পতিবার রাতে সেখানে ঘটে এই ঘটনা। যুব তৃণমূলের দুই কর্মীকে মাটিতে ফেলে চলে লাথি, চড় - ঘুষি। গুরুতর আহত অবস্থায় তাদের ভর্তি করা হয় হাসপাতালে। অপর গোষ্ঠীর দাবি এই ঘটনার সবটাই সাজানো। ঘটনাকে ভিত্তিহীন বলেও দাবি করেছেন সেখানকার যুব তৃণমূল সভাপতি। তিনি বলেন, বিজেপির হয়ে কাজ কারছেন ওঁরা। নিজেরাই গন্ডোগোল সৃষ্টি করে তৃণমূলের দিকে আঙুল তুলছে। অন্যদিকে, প্রশাসনের দিকে আঙুল তুলছে বিজেপি। প্রশাসনের সামনেই সবটা ঘটছে অথচ চুপ করে রয়েছে তারা, এমনটাই অভিযোগ উঠে আসছে প্রশাসনের বিরুদ্ধে।