কমেছে সংক্রমণ, বালুরঘাটে বন্ধ হল কোভিড হাসপাতাল

ক্রমশ কমছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণ কমে যাওয়ায় বন্ধ হচ্ছে কোভিড হাসপাতাল। বালুরঘাটেও বন্ধ হল কোভিড হাসপাতাল। হাসপাতাল বন্ধ হওয়ায় কাজ হারাচ্ছে প্রায় ২৪ জন স্বাস্থ্যকর্মী। বালুরঘাট জেলা হাসপাতালে একটি করোনা ইউনিট রাখা হচ্ছে।

রাজ্যের অন্যান্য কোভিড হাসপাতালের মত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কোভিড হাসপাতাল বন্ধ করে দেওয়া হচ্ছে। মূলত করোনার সংক্রমণ কমার জন্য কোভিড হাসপাতাল বন্ধ করে দেওয়া হচ্ছে। বুধবার থেকে বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রে থাকা কোভিড হাসপাতাল বন্ধ হচ্ছে। জেলায় সংক্রমণ না থাকায় আপাতত সেই হাসপাতালটি বন্ধ করে দেওয়া হচ্ছে। কোভিড হাসপাতাল বন্ধ করার ফলে কর্মহীন হয়ে পড়ল প্রায় ২৪ জন স্বাস্থ্যকর্মী। যারা মূলত অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছিলেন, তারাই কাজ হারালেন। এদিকে বালুরঘাট জেলা হাসপাতালে একটি করোনা ইউনিট রাখা হচ্ছে। করোনা সংক্রমিত গুরুতর রোগী হলে তাকে সেখানেই চিকিৎসা করা হবে বলে জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। অন্যদিকে কর্মহীনদের দাবি কঠিন পরিস্থিতিতে তারা পরিষেবা দিয়েছিলেন, সরকারের পাশে দাঁড়িয়েছিলেন। এখন তাদের পাশে দাঁড়াক সরকার৷ বকেয়া বেতনের পাশাপাশি বিকল্প কাজের দাবি জানিয়েছেন কর্মহীন স্বাস্থ্য কর্মীরা।

02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ08:54বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন শুভেন্দু02:24Bangladesh : বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা03:06হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু02:32মমতার প্রশাসনকে বেলাগাম তুলোধোনা অগ্নিমিত্রা পালের, দেখুন কী বললেন বিজেপি নেত্রী04:53Suvendu Adhikari : পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত! দেখুন