রায়গঞ্জে করোনা আক্রান্ত কিশোরের মৃত্যু। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ২ জানুয়ারি ওই কিশোর হাসপাতালে ভর্তি হয়। রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে তার কোভিড রিপোর্ট পজেটিভ আসে। সোমবার করোনা আক্রান্ত কিশোরের মৃত্যু হয়।
দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পশ্চিমবঙ্গেই বাড়ছে করোনা সংক্রমণ। রায়গঞ্জেও ভয়াবহ করোনা পরিস্থিতি। সোমবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে ১৪ বছর বয়সের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলাতে। রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি প্রিয়ঙ্কর রায় এই ঘটনা নিয়ে জানিয়েছেন, গত ৩ জানুয়ারি ১৪ বছরের কিশোর কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল থেকে রেফার হয়ে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে যায়। সেখানে তাঁকে ভর্তি করা হয়। তার খিচুনি রোগও ছিল বলে জানা গিয়েছে। তাকে সিসিইউতে ভর্তি করা হয়। এরপর তার কোভিড পজিটিভ হয়। তাকে কোভিড ওয়ার্ডের সিসিইউতে ভর্তি করা হয়। সোমবার দুপুর নাগাদ ওই কিশোরের মৃত্যু ঘটে।