করোনা সংক্রমণ রুখতে কলকাতায় চালু বুস্টার ডোজ। চেতলা ৮২ নম্বর ওয়ার্ডে চালু হল বুস্টার ডোজ। পুলিশ কর্মীদেরও বুস্টার ডোজ পেতে পারেন। ৬০ ঊর্ধ্বদেরও দেওয়া হচ্ছে বুস্টারডোজ। বুস্টার ডোজ পাবেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা।
লাফিয়ে বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ। পশ্চিমঙ্গের মধ্যে কলকাতায় সংক্রমণের হার সবথেকে বেশি। সোমবার থেকেই কলকাতায় চালু হয়ে গেল বুস্টার ডোজ। কলকাতার সমস্ত টিকাকেন্দ্রে এই ডোজ পাওয়া যাবে। সোমবার চেতলা ৮২ নম্বর ওয়ার্ডেও চালু হয়েছে বুস্টার ডোজ দেওয়া। পুলিশ কর্মীরা বুস্টার ডোজ পেতে পারেন। সেই সঙ্গ বুস্টার ডোজ পাবেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। ৬০ ঊর্ধ্বদেরও দেওয়া হচ্ছে বুস্টারডোজ। তবে দ্বিতীয় ডোজের ২৭৫ দিনের মাথায় নেওয়া যাবে বুস্টার ডোজ। যাঁরা বুস্টার ডোজ নিতে যাবেন তাঁদের অবশ্যই আইডি প্রুফ সেই সঙ্গে দ্বিতীয় ডোজ পাওয়ার পর ভ্যাকসিনেশনের যে সার্টিফিকেট পাওয়া গিয়েছে সেই সার্টিফিকেট। তবে জানা গিয়েছে, যাঁরা বুস্টার ডোজ নিতে পারবেন তাঁদের কাছে একটি মেসেজ পৌঁছিয়ে যাবে যে তিনি বুস্টার ডোজ নেওয়ার যোগ্য। সেই মেসেজের প্রমাণও সঙ্গে করে নিয়ে যেতে হবে বলে জানা গিয়েছে।