রাজ্যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। পুরুলিয়ায়ও ভয়াবহ করোনা পরিস্থিতি। চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা সেখানে আক্রান্ত হচ্ছেন। করোনার দাপটে পুরুলিয়ায় বিপর্যস্ত স্বাস্থ্য পরিষেবা। পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়াবহ পরিস্থিতি।
করোনার তৃতীয় ঢেউ-এর কবলে পুরুলিয়া জেলার স্বাস্থ্য পরিষেবা। জেলা সদর হাসপাতাল থেকে ব্লক হাসপাতালে আক্রান্ত একের পর এক চিকিৎসক নার্স থেকে সাস্থ্যকর্মীরা। ব্যাহত স্বস্থ্য পরিষেবা। সতর্কতা নিলেও সব সময় তা মেনে চলা মুশকিল এর জন্যই চিকিৎসক, নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা কোভিড আক্রান্ত হচ্ছেন, স্বীকার করলেন মেডিকেল কলেজ হাসপাতালের শীর্ষকর্তা। পুরুলিয়া সদর তথা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড আক্রান্ত ১৮জন চিকিৎসক, ৭জন নার্স এবং একাধিক স্বাস্থ্যকর্মী সহ মোট ৩১জন। নেতুড়িয়া ব্লকের হাড়মাড্ডি ব্লক হাসপাতালে মোট ২২জন আক্রান্ত। অন্যদিকে ঝালদা ১ নং ব্লক হাসপাতালের ১জন চিকিৎসক সহ মোট ৬ জন সাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হওয়ায় সাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে। এবিষয়ে ঝালদা ১নং ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশীষ মন্ডল জানান, সামান্য উপসর্গ নিয়ে কয়েকজন ডাক্তার ও স্বাস্থ্য কর্মীর কোভিড পরীক্ষা করানো হয় এবং তাঁদের রিপোর্ট পজেটিভ আসে। তাঁদের সকলকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। তাঁরা সুস্থই রয়েছেন বলেই তিনি জানান।