ঘরোয়া উপায়ে মুক্তি পান গ্যাস-অম্বলের সমস্যা থেকে, মাথায় রাখুন কিছু ঘরোয়া টোটকা

অনিয়মের কারণেই অধিকাংশ সময়ে সবাই গ্যাস বা অম্বলের সমস্যায় ভোগেন। গ্যাস বা অম্বলের সমস্যা থেকে মুক্তি দিতে পারে ঠান্ডা দুধ। যারা দীর্ঘদিন ধরে এই সমস্য়ায় ভুগছেন তারা ঠান্ডা দুধ খেয়ে দেখতে পারেন।
 

অনিয়মের কারণেই অধিকাংশ সময়ে সবাই গ্যাস বা অম্বলের সমস্যায় ভোগেন। গ্যাস বা অম্বলের সমস্যা থেকে মুক্তি দিতে পারে ঠান্ডা দুধ। যারা দীর্ঘদিন ধরে এই সমস্য়ায় ভুগছেন তারা ঠান্ডা দুধ খেয়ে দেখতে পারেন। কলার মধ্যে পটাশিয়াম থাকে। গ্যাস-অম্বল হলে কলা খেলে এই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি মেলে। ডাবের জলে থাকে পটাশিয়াম এবং সোডিয়াম। গ্যাস-অম্বলের সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন ডাবের জল খান। দু-চামচ জোয়ান জল দিয়ে ভিজিয়ে রাখুন, সকালে ঘুম থেকে উঠে সেই জল ছেঁকে নিন হালকা গরম করে খান। জিরে গুঁড়ো করে নিন। এক গ্লাস জলের সঙ্গে জিরের গুঁড়ো মিশিয়ে খান, এতে হজম শক্তি বাড়ে। খাওয়া-দাওয়ার পর অনেকেরই মৌরি খাওয়ার অভ্যেস থাকে, এতেও অনেক উপকার পাওয়া যায়। রাতে মৌরি ভিজিয়ে রাখুন। সকালে উঠে ওই জল খেলে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন। আদা হজমে সহায়ক। একটি পাত্রে জল নিয়ে আদা ও জোয়ান সারারাত জলের মধ্যে ভিজিয়ে রেখে সকালে উঠে সেই জল ফুটিয়ে পান করুন।

02:00Kidney: খাদ্যতালিকায় যোগ করুন এই সাতটি খাবার, দূর হবে কিডনির সকল সমস্যা02:01Blood pressure: গরমে খাদ্যতালিকায় যোগ করুন এই কয়টি ফল, নিয়ন্ত্রণে থাকবে ব্লাড প্রেসার01:40গরমে চুল ভালো রাখতে নিয়মত খান এই ফল গুলি, দেখে নিন তালিকায় কী কী রাখবেন01:44মাত্র সাত দিনে কমবে ২ থেকে ৩ কেজি, গরমের মরশুমে মেদ কমাতে মেনে চলুন এই ৭ টি টিপস01:50মেনে চলুন এই সকল বিশেষ টিপস, সহজ উপায়ে নিয়ন্ত্রণে থাকবে হৃদরোগের ঝুঁকি01:51Oral Care : ঝলমলে ও মজবুত দাঁত পেতে চান, আজ থেকেই ডায়েটে রাখুন এই ৫ খাবার08:45বিভিন্ন ঋতুতে চোখের সমস্যা সমাধানে চক্ষু বিশেষজ্ঞ ডাঃ কল্যাণ বৈদ্য'র পরামর্শ01:57হার্টের সুস্থতার জন্য ডায়েটে রাখুন এই পাঁচ জিনিস, হৃদরোগের ঝুঁকি থেকে দূরে থাকবেন01:58ক্রমে কমে যাচ্ছে চুলের বৃদ্ধি? জেনে নিন কেন হয় এমন সমস্যা ও সমাধানের উপায়01:11ওজন কমাতে প্রতিদিন চিয়া সিড খাচ্ছেন ? জেনে নিন এর সাইড এফেক্টগুলি