ডায়াবিটিস হল সবচেয়ে দ্রুত বেড়ে চলা রোগগুলির মধ্যে একটি। একবার ডায়াবিটিস হওয়া মানেই জীবন থেকে একধাক্কায় অনেক কিছু বাদ।
ডায়াবিটিস হল সবচেয়ে দ্রুত বেড়ে চলা রোগগুলির মধ্যে একটি। এখন অধিকাংশ মানুষেরই ডায়াবেটিসের সমস্যা দেখা যায়। জীবনধারা এবং খাদ্যাভ্যাসের জন্যই এখন এই সমস্যা মানুষের মধ্যে বেশি করে দেখা দিচ্ছে। তবে রক্তের গ্রুপ যাদের 'O' তাঁদের ডায়াবেটিসের সম্ভাবনা কমই থাকে। আর একবার ডায়াবিটিস হওয়া মানেই জীবন থেকে একধাক্কায় অনেক কিছু বাদ। খাওয়াদাওয়াতেও বড় বদল আসে ডায়াবেটিসের কারণে। তবুও বেশ কিছু বিষয় নিয়ন্ত্রণ করলে আয়ত্তে আসতে পারে ডায়াবিটিস। বেশ কিছু নিয়ম মেনে চললে আয়ত্তে থাকা সম্ভব ডায়াবেটিস। 'O' গ্রুপের রক্তের মানুষের টাইপ -২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেকটাই কম। তবে যাদের রক্তের গ্রুপ 'O' নয় তাদের টাইপ -২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি। মহিলাদের টাইপ -2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ১০ শতাংশ বেশি। তবে ডায়াবেটিস হবেনা ভেবে নিয়ম না মানলে সমস্যায় পড়তে পারেন। কিছু নিয়ম অবশ্যই মেনে চলুন তাহলে অনেক রোগ থেকে ভালো থাকবেন।