মানব শরীরে হদিশ মিলল মাইক্রোপ্লাস্টিকের, কী এই মাইক্রোপ্লাস্টিক, জেনে নিন

এই প্রথম মানুষের শরীরে হদিশ মিলল মাইক্রোপ্লাস্টিকের। সমুদ্রের তলদেশ থেকে শুরু করে পাহাড়ের চূড়ায় আগেই মিলেছিল মাইক্রোপ্লাস্টিক। পরিবেশবিজ্ঞান গবেষণা পত্রিকা ‘জার্নাল এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল’-এ গবেষণা পত্রটি প্রকাশিত হয়, তাই থেকেই উঠে এসেছে এমনই নানান তথ্য।
 

এই প্রথম মানুষের শরীরে হদিশ মিলল মাইক্রোপ্লাস্টিকের। সমুদ্রের তলদেশ থেকে শুরু করে পাহাড়ের চূড়ায় আগেই মিলেছিল মাইক্রোপ্লাস্টিক। পরিবেশবিজ্ঞান গবেষণা পত্রিকা ‘জার্নাল এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল’-এ গবেষণা পত্রটি প্রকাশিত হয়, তাই থেকেই উঠে এসেছে এমনই নানান তথ্য। ডাচ গবেষকরা ৭৭ শতাংশ স্বেচ্ছাসেবকের শরীরে পেয়েছেন মাইক্রোপ্লাস্টিক। এর মধ্যে এক তৃতীয়াংশ মানুষের শরীরে প্যাকেজিংয়ের জন্য ব্যবহৃত পলিস্টেরিন রয়েছে। যার মধ্যে অধিকাংশ মানুষের শরীরে প্লাসিকে ব্যবহৃত পলিথিন পাওয়া গিয়েছে। তবে খুব অল্প পরিমাণেই এই মাইক্রোপ্লাস্টিকের হদিশ মিলেছে শরীরে। এই মাইক্রোপ্লাস্টিক মানুষের শরীরের মধ্যে ঘুরে বেরায় বলে জানা গিয়েছে। মাইক্রোপ্লাস্টিক হল ১০০ ন্যানোমিটার এবং ৫ মিলিমিটার প্লাস্টিকের টুকরা। গবেষকরা জানাচ্ছেন মানব কোষের ক্ষতি করে এই মাইক্রোপ্লাস্টিক। এর আগের বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছিল, খাদ্য, জল বা প্রশ্বাসের সঙ্গে মাইক্রোপ্লাস্টিক মানবশরীরে ঢোকে। এমনকি তা শিশু ও প্রাপ্তবয়স্কদের মলেও পাওয়া গিয়েছিল।
 

02:00Kidney: খাদ্যতালিকায় যোগ করুন এই সাতটি খাবার, দূর হবে কিডনির সকল সমস্যা02:01Blood pressure: গরমে খাদ্যতালিকায় যোগ করুন এই কয়টি ফল, নিয়ন্ত্রণে থাকবে ব্লাড প্রেসার01:40গরমে চুল ভালো রাখতে নিয়মত খান এই ফল গুলি, দেখে নিন তালিকায় কী কী রাখবেন01:44মাত্র সাত দিনে কমবে ২ থেকে ৩ কেজি, গরমের মরশুমে মেদ কমাতে মেনে চলুন এই ৭ টি টিপস01:50মেনে চলুন এই সকল বিশেষ টিপস, সহজ উপায়ে নিয়ন্ত্রণে থাকবে হৃদরোগের ঝুঁকি01:51Oral Care : ঝলমলে ও মজবুত দাঁত পেতে চান, আজ থেকেই ডায়েটে রাখুন এই ৫ খাবার08:45বিভিন্ন ঋতুতে চোখের সমস্যা সমাধানে চক্ষু বিশেষজ্ঞ ডাঃ কল্যাণ বৈদ্য'র পরামর্শ01:57হার্টের সুস্থতার জন্য ডায়েটে রাখুন এই পাঁচ জিনিস, হৃদরোগের ঝুঁকি থেকে দূরে থাকবেন01:58ক্রমে কমে যাচ্ছে চুলের বৃদ্ধি? জেনে নিন কেন হয় এমন সমস্যা ও সমাধানের উপায়01:11ওজন কমাতে প্রতিদিন চিয়া সিড খাচ্ছেন ? জেনে নিন এর সাইড এফেক্টগুলি